কুমিল্লার
চৌদ্দগ্রামে র্যাব ১১ অভিযান চালিয়ে একটি এলজি গান সহ শাকিল আহমেদ (২২)
নামে এক অস্ত্রধারি যুবককে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে তথ্যটি
নিশ্চিত করেছেন র্যাব ১১ কুমিল্লার অধিনায়ক মাহমুদুল হাসান। গ্রেপ্তারকৃত
শাকিল আহমেদ উপজেলার উজিরপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল মান্নানের
ছেলে।
র্যাব আরো জানায়,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে অস্ত্র
সহ শাকিল আহমেদকে একই ইউনিয়নের শামুকসার গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লার বিভিন্ন
স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রম সহ বিভিন্ন
ধর্তব্য অপরাধ সংগঠিত করে আসছিল। র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম
থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে।