চলমান
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে
ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, রাজশাহী ও রংপুরে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি
মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা
শরিফুল ইসলাম মঙ্গলবার বিকালে এ তথ্য জানান।
তবে এ সব জেলায় কত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে সে ব্যাপারে কোনো তথ্য তিনি দেননি।
গত
দুই সপ্তাহ ধরে চলা কোটাবিরোধী আন্দোলন এখন সহিংস রূপ পেয়েছে। মঙ্গলবার
দুপুর থেকে বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে আন্দোলনে থাকা
শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীরা। ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহীসহ বিভিন্ন
স্থানে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের খবর আসছে।
এসব সংঘর্ষের মধ্যে চট্টগ্রামে তিনজন এবং ঢাকা ও রংপুরে একজন করে মোট পাঁচজনের মৃত্যুর খবর দিয়েছে পুলিশ।