কোটা সংস্কারের যৌক্তিক সমাধান ও প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবিতে আন্দোলন রত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে কুমিল্লার হোমনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ১৭ জুলাই সকাল ১১ টার দিকে রামকৃষ্ণপুর ডিগ্রী কলেজ শিক্ষার্থীদের উদ্যোগে উপজেলার রামকৃষ্ণপুর ওয়াইব্রীজ ও কাশিপুর হাসেমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের উদ্যোগে কাশিপুর বাজারে পৃথক পৃথক ভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়া ও কর্মসূচীর প্রতি সংহতি জানিয়ে যোগ দিয়েছেন আশপাশের বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার শত শত নারীপুরুষ।