বৈষম্যমূলক কোটা অনতিবিলম্বে সংস্কার ও দেশব্যাপী চলমান কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে সাধারন শিক্ষার্থীরা। বুধবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম ডিগ্রী কলেজে উপজেলার বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেয়। কায়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহনে কলেজ ক্যাম্পাস থেকে মিছিলটি বের হয়ে কোম্পানীগঞ্জ-মুরাদনগর সড়ক, কোম্পানীগঞ্জ-নবীনগর সড়ক অতিক্রম করে কুমিল্লা-সিলেট মহাসড়কে এসে অবস্থান নেয়। তখন শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগানে স্লোগানে তাদের দাবি গুলো প্রকাশ করেন। শিক্ষার্থীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠে কুমিল্লা-সিলেট মহাসড়ক। এ সময় সড়কের দুইপাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। চলমান আন্দোলনে নিহত শিক্ষার্থীদের স্মরনে সড়কেই গায়েবানা জানাযা নামাজ আদায় করে ছাত্ররা। বিকেলে পরর্বতী কর্মসূচী ঘোষনার সিদ্ধান্ত জানানোর বার্তা দিয়ে দুপুর ২টায় শিক্ষার্থীরা সড়কের অবরোধ তুলে নিয়ে কর্মসুচির সমাপ্তি ঘোষনা করেন।
আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের বক্তব্যে বরেন, বেষম্যমূলক কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি চালিয়ে যাবো।
এর পূর্বে বুধবার সকালে উপজেলার বিভিন্ন কলেজ গুলোতে পৃথক ভাবে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। স্ব-স্ব প্রতিষ্ঠানে বিক্ষোভ শেষে দুপুরে কলেজের শিক্ষার্থীরা উপজেলার কোম্পানীগঞ্জ বদিউল আলম কলেজে সমবেত হয়ে সম্মিলিত আন্দোলনে অংশ নেয়।
মুরাদনগর থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণ ভাবে অবস্থান করছে। কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কথা বলার পর শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়েছে।
মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। তারা আমাদের সাথে সম্মতি প্রকাশ করে দুপুর ২টায় তাদের কর্মসূচি সমাপ্ত করে।