কারফিউ শিথিলের সময় স্বল্প দূরত্বে চলাচলকারী কিছু যাত্রীবাহী ট্রেন বৃহস্পতিবার (২৫ জুলাই) থেকে চলাচল করবে।
বুধবার (২৪ জুলাই) এই তথ্য নিশ্চিত করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর।
রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-গাজীপুর এবং ঢাকা-টাঙ্গাইল রুটের কমিউটার ট্রেনগুলো বৃহস্পতিবার (২৫ জুলাই) পাঁচ ঘণ্টার জন্য চলাচল করবে। এই সময়ের মধ্যে ট্রেনগুলো দুই থেকে তিনবার ট্রিপ করবে। এর মধ্যে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে কমিউটার ট্রেন স্বাভাবিক সময়ে ২০ বারের বেশি যাতায়াত করলেও বৃহস্পতিবার তিন-চারবার আসা-যাওয়া করতে পারে। রেলের পশ্চিমাঞ্চলের (রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ) দুটি রুটের মধ্যে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ এবং লালমনিরহাট থেকে বুড়িমারী পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল করবে।
এ ছাড়া দূরবর্তী রুটে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে তিতাস কমিউটার ট্রেন চলাচল করবে। ট্রেনটি বৃহস্পতিবার সকাল সোয়া ১০টায় ঢাকা থেকে ছাড়বে এবং দুপুর ১টা ৫ মিনিটে ফিরতি যাত্রার কথা রয়েছে। এটি এই রুটে স্বাভাবিক সময়ে দিনে চারবার যাতায়াত করে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রেলওয়ে সূত্র জানায়, তেলবাহী ট্রেন মঙ্গলবার থেকেই চলাচল করছে। মালবাহী কিছু ট্রেন বুধবার চলাচল করেছে। ভারত থেকে পাথরবাহী দুটি ট্রেনও এ দিন চলাচল করেছে। বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি সরবরাহের তেলবাহী ট্রেনও চলছে।
সংশ্লিষ্টরা বলছেন, কারফিউ শিথিলের পাঁচ ঘণ্টায় বেশি দূরত্বের আন্তনগর ট্রেন চালানো সম্ভব নয়। ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, খুলনাসহ অন্যান্য অঞ্চলে ট্রেন যেতেই পাঁচ ঘণ্টার বেশি সময় লাগে। ফলে কারফিউ শিথিরের সময়ের মধ্যে এই ট্রেনগুলোর ফিরতি যাত্রা সম্ভব নয়। তবে শুক্রবার (২৬ জুলাই) থেকে কিছু আন্তনগর ট্রেন চালানোর প্রস্তুতি রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবীর গণমাধ্যমকে বলেন, কারফিউ শিথিলের পাঁচ ঘণ্টার মধ্যে স্বল্প দূরত্বের ট্রেন চালানো যাবে। এই সময়ের মধ্যে বেশি দূরত্বের ট্রেন চালানো সম্ভব নয়।
তবে কারফিউ নিয়ে নতুন সিদ্ধান্ত আসলে ট্রেন চালানোর সিদ্ধান্তও সেভাবে নেওয়া হবে।