সরকারি
চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনে সহিংসতায় আন্দোলনকারী
কিংবা সাধারণ মানুষ কত জন মারা গেছেন, এর তথ্য সরকারের কাছে নেই বলে
জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘জনসাধারণ
কতজন মারা গেছেন, তার কোনও হিসাব আমাদের কাছে নেই। কোনও থানায় এ সংক্রান্ত
কোনও মামলাও দায়ের হয়নি। পুলিশ তথ্য সংগ্রহ করছে, এ বিষয়ে পরে বলা যাবে।’
সম্প্রতি
কোটা আন্দোলন চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে নিহত তিন পুলিশ সদস্য ও এক
আনসার সদস্যের পরিবারের সদস্যদের সঙ্গে বুধবার (২৪ জুলাই) সচিবালয়ে
সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নিহতদের
প্রত্যেক পরিবারকে এসময় সরকারের পক্ষ থেকে ২ লাখ টাকা নগদ ও ৮ লাখ টাকার
সঞ্চয়পত্র এবং বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন
স্বরাষ্ট্রমন্ত্রী।
কোটা সংস্কার আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন,
তাদের কয়েকজনকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী
বলেন, ‘এ ধরনের কোনও তথ্য আমাদের কাছে নাই। তাদের পরিবার থেকেও আমাদের কাছে
কোনও অভিযোগ করেনি। তারা অভিযোগ করলে আমরা আপনাদের জানাতে পারবো।’
এরইমধ্যে
আন্দোলনে সহিংসতার ঘটনায় বেশ কিছু মামলা দায়ের হয়েছে। এই মামলাগুলো দ্রুত
বিচার ট্রাইব্যুনালে যাবে কিনা, জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগে
চার্জশিট দায়ের হোক। মামলার মেরিট দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।’
এদিকে গত
সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে সারা দেশে
বিক্ষোভ, সংঘর্ষ ছড়িয়ে পড়ে। রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। দৈনিক প্রথম আলোর প্রতিবেদন
অনুযায়ী, সংঘর্ষে আজ বুধবার (২৪ জুলাই) ১৯৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।