বিটিভি
ভবনে হামলা-ভাংচুরসহ বিভিন্ন থানায় নাশকতার পৃথক কয়েকটি মামলায় বিএনপির
স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ ৩৯৬ জনকে কারাগারে পাঠানোর
আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৪ জুলাই) বিকালে শুনানি শেষে ঢাকার পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে, তিন দিনের রিমান্ড শেষে আমির খসরুকে আদালতে হাজির করে তাকে আটক রাখার আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা।
আসামি
পক্ষের আইনজীবী তাহেরুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আমির
খসরুর পক্ষে ডিভিশন ও চিকিৎসা সুবিধার আবেদন করা হয়েছে। আদালত কারাবিধি
অনুযায়ী ডিভিশন এবং চিকিৎসা দেওয়ার জন্য কারা কর্তৃপক্ষকে আদেশ দেন।
গত ২১ জুলাই আমির খসরুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। নাশকতার অভিযোগে বিভিন্ন থানার মামলায় তাদের গ্রেফতার করে পুলিশ।