নিজস্ব
প্রতিবেদক: কুমিল্লায় বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমসহ আরো
২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার বিভিন্ন সময় তাদেরকে জেলার বিভিন্ন
এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে আরো ১১৫ জনকে
গ্রেপ্তার করে পুলিশ।
গতকাল বুধবার কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের
সাথে সার্বিক অবস্থা নিয়ে ব্রিফিংকালে কুমিল্লা জেলা পুলিশ সুপার সাইদুল
ইসলাম জানান, সরকারি কাজে বাঁধা, সরকারি সম্পত্তি বিনষ্ট এবং পুলিশের উপর
হামলার ঘটনায় সব বিবেচনায় এপর্যন্ত পুলিশ বাদী হয়ে মোট ৫টি মামলা করেছে।
এসব মামলায় ১১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি জানান, সাম্প্রতিক সহিংসতায়
কারা ইন্ধনদাতা এবং সহযোগি তাদের বিষয়েও তথ্য নেয়া হচ্ছে। জড়িত সকলকেই
আইনের আওতায় আনা হচ্ছে।
এদিকে সাম্প্রতিক সহিংসতার সময় নানান অপপ্রচার ও
গুজব যারা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে পুলিশ সুপার
আরো জানান, গুজব প্রতিরোধেও আইনশৃঙ্খলাবাহিনী সচেষ্ট রয়েছে। যেসব তথ্য
ছড়িয়ে পড়ে তার সত্যতা আগে নিশ্চিত হবার জন্য কুমিল্লাবাসীকে অনুরোধ করেছেন
তিনি।
পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সহিংসতায় সরকারি কাজে
বাঁধা, সরকারি সম্পত্তি বিনষ্ট এবং পুলিশের উপর হামলার ঘটনাসহ বিভিন্ন
ধারায় সদর দক্ষিণ থানায় ৩টি এবং বুড়িচং ও দাউদকান্দি থানায় একটি করে মামলা
দায়ে করেছে পুলিশ। জানা গেছে, সেসময় আরো পৃথক ঘটনায় ব্যক্তি বাদী হয়ে আরো
দু’টি মামলা দায়ের করা হয়েছে।