কুমিল্লার
বুড়িচং উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি, বর্ষা খেলা ঘর আসরের সাবেক
সভাপতি উত্তম কুমার শ্যামলের গত ২১ জুলাই রোববার প্রথম মৃত্যুবার্ষিকী
উপলক্ষে উপজেলা সদরের হরিচরণ জুয়েলার্সর উদ্যোগে স্মরণসভা, চিত্রাঙ্কন
প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের
কেন্দ্রীয় শহীদ মিনারেরপাদদেশে বর্ষা খেলা ঘর আসরের আয়োজনে গত ২১ জুলাই
রোববার স্মরণসভা বা মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। মৃত্যুবার্ষিকীতে উত্তম
কুমার শ্যামলের স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ২৬ জন শিশু ও তার
অভিভাবকগণ অংশগ্রহণ করেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী শিশুদের
মাঝে পুরস্কার বিতরণ করেন।
এসময় শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন বর্ষা
খেলা ঘর আসরের পরিচালক এবং বুড়িচং চিত্রকর আর্টের সত্ত্বাধিকারী গণেষ
ভট্টাচার্য্য, হরিচরণ জুয়েলার্সের সত্ত্বাধিকারী স্বপন চন্দ্র কর্মকার।