বুধবার ৩০ অক্টোবর ২০২৪
১৪ কার্তিক ১৪৩১
কুমিল্লা-বুড়িচং-ব্রাহ্মণপাড়া মিরপুর সড়ক
সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ ভোগান্তিতে যাত্রীরা
ইসমাইল নয়ন।।
প্রকাশ: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ১২:২১ এএম |

সন্ধ্যা হলেই ভাড়া দ্বিগুণ ভোগান্তিতে যাত্রীরা
কুমিল্লা, বুড়িচং, ব্রাহ্মণপাড়া, মিরপুর সড়ক নাম মাত্র বাস চলাচল করলেও এ সড়কে দাপিয়ে বেড়াচ্ছেন সিএনজি ( অটো রিকশা) ও বেটারী চালিত রিকশা। প্রতিদিন এ সড়কে প্রায় ২ থেকে ৩ হাজার এ যানবাহন চলাচল করছে। তাড়াতাড়ি আশা যাওয়া সুবিধা হওয়ায় এ সব যানবাহনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে।
কুমিল্লা থেকে বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা কাছাকাছি হওয়ায় অফিসে বিভিন্ন দপ্তরে কর্মকর্তা ও সাধারণ মানুষের এ সড়কে চলাচল।
দুই উপজেলা মানুষের চলাচল কেন্দ্র করে, কিছু অসাধু সিএনজি (অটোরিকশা) চালকরা নৈরাজ্য সৃষ্টি করছেন। নিজেরাই ইচ্ছে মতো বাড়তি ভাড়া আদায় করতেছে।প্রশাসন কোন উদ্যােগ নিচ্ছেনা বলে দাবি করছে সচেতন মহলের।
ভুক্তভোগী যাত্রী আহাদ মিয়া ( শ্রমিক) জানান,  ব্রাহ্মণপাড়া উপজেলা থেকে জেলা সদরে প্রতিদিন যাতায়াত। আমাদের মত জনসাধারণ জীবিকার নির্বাহ করার জন্য জেলার ওপর নির্ভরশীল। প্রতিদিন সকাল, সন্ধ্যা এবং রাতে শত শত মানুষ যাতায়াত নির্ভরশীল হচ্ছে সিএনজি আটো রিকশায়। এই সুযোগে কিছু সিএনজি (অটোরিকশা) চালক নিজের ইচ্ছে মতো ভাড়া আদায় করছে।
সংশ্লিষ্ট সূত্রের জানা যায়, অধিকাংশ লাইসেন্স বিহীন সিএনজি (অটোরিকশা) ড্রাইভার রয়েছে । যাদের কোন প্রকার ড্রাইভার লাইসেন্স নেই। নেই যানবাহন চালানোর অভিজ্ঞতা। এমন অদক্ষ ড্রাইভার বেপরোয়া গতিতে গাড়ি চালনার কারণে সড়কের প্রতি নিয়ত ঘটাচ্ছে দূর্ঘটনা। যাত্রীদের সাথে অশালীন ব্যবহার করে নিচ্ছে বাড়তি ভাড়া।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা - মিরপুর সড়কে
আকাশ মেঘলা হলে ভাড়া বৃদ্ধি পায় বৃষ্টি পড়লে ভাড়া বেড়ে যায় গাড়ি কম থাকলে ভাড়া বেড়ে যায় যাত্রী কম থাকলে ভাড়া বেড়ে যায় যাত্রী বেশি থাকলে ভাড়া বেড়ে যায় মাগরিবের আজানের পর ভাড়া বেড়ে যায় বৃহস্পতিবার এ ভাড়া বেড়ে যায় এবং জাতীয় কোন সমস্যা বা উৎসব দেখলে-ই ভাড়া দ্বিগুণ হারে বেড়ে যায়।
উল্লেখ্য কারণসমূহ ছাড়া আরও অনেক অজানা কারণ রয়েছে ভাড়া বৃদ্ধি কারন।
কুমিল্লা বুড়িচং-ব্রাহ্মণপাড়া ভাড়ার নিধারিত চার্ড থাকলেও সন্ধ্যার পর কোন কাজে লাগে না।
শাসনগাছা থেকে নির্ধারিত সিএনজি ভাড়া ৫০ (স্বাভাবিক) টাকা হলেও, প্রায় সময় ৭০,৮০ ও ১০০ টাকা করে ভাড়া আদায় করে থাকে।
কুমিল্লা থেকে বুড়িচং ৩০ টাকা ভাড়া হলেও প্রায় সময় ৪০,৫০, ৬০ টাকা আদায় করছে, কখনো ১০০ টাকা করে ভাড়া আদায় করা হচ্ছে।
নাম প্রকাশের অনিচ্ছুক এক সিএনজি (অটোরিকশা) ড্রাইভার জানান, কিছু ড্রাইভার বাড়তি বাড়া নিচ্ছে ঠিকই । তবে আমরা কি করবো। আমরা সারাদিন পরিশ্রম করে গ্যাস নেওয়া বহু সময় ব্যয় করতে হয়। তাও অনেক পাম্পে যাওয়া যায় না, সে খানে পুলিশ হয়রানি করে। গ্যাস এনে দুই তিন সিঙ্গেল চালাতে পারছিনা তাই চালকরা বাধ্য হয়ে বেশি ভাড়া নিচ্ছে।
এ ব্যাপারে কুমিল্লা জজকোর্টের আইনজীবী এডভোকেট আব্দুল আলিম খান জানান, আমি ব্রাহ্মণপাড়া থেকে প্রতিদিন এসে কুমিল্লা কোট করি যাওয়ার পথে প্রতিদিন আমাকে বারতি ভাড়া গোনতে হয়। সাধারণ যাত্রীরা প্রতিদিন এই সড়কে ভোগান্তির শিকার।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক লীগের সভাপতি আনোয়ার হোসেন আনু সরদার এ প্রতিনিধি কে বলেন, বেশিরভাগ কুমিল্লা থেকে আসা সিএনজিগুলো অতিরিক্ত বাধা আদায় করে থাকেন, তবে এটা ঠিক নয়। আমি মোবাইল ফোনের মাধ্যমে কুমিল্লা শ্রমিক নেতাদের সাথে যোগাযোগ করব যেন সাধারণ যাত্রীরা ভোগান্তি শিকার না হয়।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার স ম আজারুল ইসলাম এ প্রতিনিধি কে বলেন, আমি এই বিষয়টি আজই দেখছি এবং যারা অতিরিক্ত ভাড়া আদায় করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।













সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি. নিযুক্ত হলেন অ্যাড. সুজন
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
টুটুল পালালেন অস্ট্রেলিয়ায়
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদরের সাবেক চেয়ারম্যান টুটুল অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ পেলেন ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
কুমিল্লায় ১৮ দিনে ২৭ অভিযানে ৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২