চট্টগ্রামে নগরীতে কোটা সংস্কার আন্দোলনে হওয়া সংঘর্ষের ঘটনায় আরেকটি মামলা করা হয়েছে। নগরীর ডবলমুরিং থানায় বৃহস্পতিবার (২৫ জুলাই) রাতে এ মামলাটি করা হয়। নতুন এ মামলায় ৩১ জনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এটি সহ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হওয়া সহিংসতার ঘটনায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিভিন্ন থানায় মোট ১৮ মামলা হয়েছে। সিএমপি অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (পিআর) কাজী মোহাম্মদ তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেন। চট্টগ্রাম মহানগর ছাড়াও সহিংসতার ঘটনায় চট্টগ্রাম জেলায় আরও ১১টি মামলা হয়েছে।
এদিকে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৬৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুলাই) সন্ধ্যা থেকে শুক্রবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত নগরী ও জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। এর মধ্যে সিএমপির অভিযানে ৪১ ও জেলা পুলিশের অভিযানে গ্রেফতার করা হয় ২৭ জনকে। চট্টগ্রামে সবমিলিয়ে শুক্রবার পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে নাশকতার অভিযোগে করা মোট ২৯ মামলায় ৮০৩ জনকে গ্রেফতার করা হয়েছে।
এডিসি কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, চট্টগ্রাম মহানগরীতে কোটাবিরোধী আন্দোলনে হত্যা, দাঙ্গা, সন্ত্রাসী কার্যক্রম ও নাশকতার ১৮টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ৪১ জনকে গ্রেফতার করা হয়। এ নিয়ে নগর পুলিশের অভিযানে এ পর্যন্ত ৪৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. আবু তৈয়ব বলেন, কোটা সংস্কার নিয়ে আন্দোলনের নামে সহিংসতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় ১১টি মামলা করা হয়েছে। এসব মামলায় গত ২৪ ঘণ্টায় ২৭ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলায় এ পর্যন্ত এসব মামলায় মোট ৩৫৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।