বুধবার ৩০ অক্টোবর ২০২৪
১৪ কার্তিক ১৪৩১
র‌্যাংকিংয়ে ৪৫ তম সাগর
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২:০১ এএম |



প্যারিসের ইনভেলিডস স্টেডিয়াম আরচ্যারির ভেন্যু। আজ রিকার্ভ পুরুষ ব্যক্তিগত ইভেন্টের র‌্যাংকিং লড়াই হয়েছে অনুশীলন ভেন্যুতেই। বাংলাদেশের আরচ্যার সাগর ইসলামের দিকে তাকিয়ে দেশবাসী। প্যারিসে আগত ক্রীড়াঙ্গনের সবার চোখও ছিল তার দিকে।
প্রায় ঘন্টা দু’য়েক সময় লেগেছে র‌্যাংকিং রাউন্ডের ৭২ তীড় ছুড়তে। বাংলাদেশের আরচ্যার সাগর প্রথম দিকে শীর্ষ দশের মধ্যেই ছিলেন। আকস্মিকভাবে একটি তীর বোর্ডেই রাখতে পারেননি। তখনই ছন্দপতন ঘটে। ৭২ তীর ছোড়া শেষে বাংলাদেশের সাগরের পয়েন্ট দাড়ায় ৬৫২। ৬৪ জনের মধ্যে অবস্থান ৪৫ তম।
র‌্যাংকিং রাউন্ডে সাগরের ৬৭০+ স্কোর গড়ার কীর্তি রয়েছে। অলিম্পিকে এর চেয়ে বিশ স্কোর কমই হয়েছে। এরপরও তৃপ্তির ঢেকুর সাগর ইসলামের কন্ঠে, 'আমি অখুশি নই, একটি শট মিস না হলে আরেকটু ভালো হতে পারত অবস্থান। এরপরও অসন্তুষ্টি নেই।' শট মিস হওয়ার কারণ সম্পর্কে বলেন, 'আসলে এখানে আবহাওয়া একটু ভিন্ন ধরনের। তাই সব সময় তীড়ের উপর নিয়ন্ত্রণ ও অ্যাকুরেসি রাখা সম্ভব হয় না। একটা একটু অন্য রকম হয়েছে।' 
র‌্যাংকিং রাউন্ডে ৬৪ জন আরচ্যার অংশগ্রহণ করেছেন। র‌্যাংকিংয়ের ভিত্তিতে এলিমিনেশন রাউন্ডে প্রতিদ্বন্দ্বি নির্ধারণ হয়। র‌্যাংকিংয়ে ৪৫ তম অবস্থান হওয়ায় ১/৩২ স্টেজে তুলনামূলক শক্তিশালী আরচ্যারই পাওয়ার সম্ভাবনা বেশি। তবে নিজের প্রতি আত্মবিশ্বাসী বাংলাদেশের আরচ্যার, 'আমি সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছি। যেই আসুক, আমি লড়তে পারব।'
বাংলাদেশ আরচ্যারি দলের জার্মান কোচ মার্টিন ফ্রেডরিক। তিনি সাগরের সম্ভাব্য প্রতিপক্ষ সম্পর্কে বলেন, 'খুব সম্ভবত র‌্যাংকিংয়ে ২০তম ব্যক্তিকেই সাগর পাচ্ছে। সে টোকিও অলিম্পিকে রৌপ্য পদক জয়ী।' অলিম্পিকে পদকজয়ী হলেও নিজের শিষ্যের প্রতি আশ্বাস রেখে বলেন, 'সেও দশে দশ স্কোর করতে পারে, সাগরও পারে।'














সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি. নিযুক্ত হলেন অ্যাড. সুজন
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
টুটুল পালালেন অস্ট্রেলিয়ায়
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদরের সাবেক চেয়ারম্যান টুটুল অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ পেলেন ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
কুমিল্লায় ১৮ দিনে ২৭ অভিযানে ৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২