বুধবার ৩০ অক্টোবর ২০২৪
১৪ কার্তিক ১৪৩১
নাশকতার আসামি ছাড়াতে তদবিরকারীর নামের তালিকার নির্দেশ
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২:০১ এএম |


কোটা সংস্কার আন্দোলনকে কাজে লাগিয়ে রাজশাহী বিভাগের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনায় বিভাগজুড়ে ৭৫টি মামলা হয়েছে। বেশিরভাগ মামলা করেছে পুলিশ। কিছু মামলা করেছেন ক্ষমতাসীন দল ও সহযোগী সংগঠনের নেতারা। 
অভিযোগ উঠেছে, এসব মামলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের গ্রেপ্তার করলেও অনেক ক্ষেত্রে ক্ষমতাসীন দলের নেতারাই তদবির করছেন ছাড়ানোর জন্য। এ ছাড়া বিভিন্ন পদমর্যাদা ও সামাজিক সংগঠনের নেতারাও তদবির করছেন। যারা তদবির করছেন, তাদের তালিকা করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রেঞ্জ পুলিশ। 
তদবিরকারীদের তালিকা তৈরির জন্য রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে বিভাগের আট জেলার পুলিশ সুপারদের (এসপি) চিঠি দেওয়া হয়েছে। এসপিরা এ নির্দেশনা দিয়েছেন প্রতিটি থানায়। তালিকায় যাদের নাম উঠবে তাদের অতীত বিশ্লেষণ করবে পুলিশ। পাশাপাশি এদের ব্যাপারে করণীয় নির্ধারণে তালিকা সরকারের উচ্চপর্যায়ে পাঠানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত উপমহাপরিদর্শক বিজয় বসাক জানান, সাম্প্রতিক সহিংসতার ঘটনায় বিভাগের আট জেলার বিভিন্ন থানায় বৃহস্পতিবার পর্যন্ত ৬৭টি মামলা হয়েছে। এসব মামলায় এজাহারভূক্ত আসামি ৯৫১ জন। এ ছাড়া অজ্ঞাত আরও অনেক আসামি রয়েছে। ৯৫৬ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
রেঞ্জ পুলিশের বাইরে রাজশাহী মহানগরের বিভিন্ন থানায় মামলা হয়েছে ৮টি। এসব মামলায় ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) থানার মামলাগুলোর প্রতিটিতে এজাহারভূক্ত আসামি ২৫ থেকে ৩০ জন। এ মামলাগুলোতে অজ্ঞাত আসামির সংখ্যা প্রায় তিন হাজার। গ্রেপ্তার এড়াতে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অনেকে আত্মগোপন করেছেন। রাতে অনেকে এখন আর নিজ বাড়িতে ঘুমাচ্ছেন না।
পুলিশ জানিয়েছে, গত ১৬ জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার আন্দোলন সহিংস হয়ে ওঠে। এ দিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও হবিবুর রহমান হলসহ বিভিন্ন হলে ব্যাপক ভাঙচুর ও সহিংসতার ঘটনা ঘটে। ১৭ জুলাইও ক্যাম্পাসে সহিংসতার ঘটনা ঘটে। ১৮ জুলাই নগরীর মালোপাড়া এলাকায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। বগুড়া, নওগাঁ, পাবনা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট এবং সিরাজগঞ্জেরও বিভিন্ন এলাকায় সহিংস ঘটনা ঘটে। এসব সহিংসতার ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের পক্ষ থেকে মামলা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মামলাগুলোর প্রাথমিক তদন্তে সহিংস কর্মকা-ের সঙ্গে সম্পৃক্ত হিসেবে বিএনপি-জামায়াত এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের নাম পাওয়া যাচ্ছে। তারা ছাত্র আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে বিভাগের বিভিন্ন স্থানে জ্বালাও-পোড়াও করেছেন। এসব আসামিদের গ্রেপ্তার করতে গেলে কখনও কখনও তাদের ছাড়ানোর জন্য ক্ষমতাসীন দলের নেতারা তদবির করছেন। বগুড়া জেলার একজন মেয়র সহিংসতায় সম্পৃক্ত এক ব্যক্তিকে ছাড়াতে রীতিমতো পুলিশের এক কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন বিষয়টি পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমানের কানেও এসেছে। এরপরই তদবিরকারীদের তালিকা করার সিদ্ধান্ত হয়েছে। থানায় ইতোমধ্যে তালিকা করা শুরু হয়েছে।
পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান বলেন, ‘নাশকতার মামলায় গ্রেপ্তার কারও জন্য যে ব্যক্তিই তদবির করুক না কেন, তাদের তালিকা করার জন্য আমি রাজশাহী বিভাগের আট জেলার এসপির কাছে চিঠি দিয়েছি। এসপিরা থানার ওসিদের মাধ্যমে তালিকা করছেন। সে তালিকা আমার কাছে আসবে। আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। পাশাপাশি আমরা তাদের অতীত বিশ্লেষণ করে দেখে ব্যবস্থা নেবো।’
আইনশৃঙ্খলা বাহিনীর তথ্যমতে, নাশকতাকারীদের আর্থিক সহায়তাকারী, মদদদাতা ও বিস্ফোরক সরবরাহকারীদের ধরতেও চলছে অনুসন্ধান। মামলাগুলোর তদন্তে অর্থ যোগানদাতাদের খুঁজে বের করতেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এ ছাড়া বিস্ফোরকদ্রব্য কীভাবে কে কোথা থেকে এনে কোথায় সরবরাহ করেছে, তার তদন্ত চলছে। পুলিশের পাশাপাশি এসব বিষয়ে র‌্যাবও কাজ করছে। শুধু রাজশাহীতেই র‌্যাব ৫০ জনকে গ্রেপ্তার করেছে।
র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, অগ্নিসংযোগের জন্য গানপাউডার ব্যবহার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে এই বিস্ফোরক পদার্থ এনে সারাদেশে ছড়ানো হয়েছে কিনা এবং এসব কর্মকা-ে রাজশাহী অঞ্চলের চিহ্নিত জঙ্গি ও আগুন সন্ত্রাসীরা জড়িত কিনা জানতে চলছে বিশেষ তদন্ত।













সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি. নিযুক্ত হলেন অ্যাড. সুজন
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
টুটুল পালালেন অস্ট্রেলিয়ায়
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদরের সাবেক চেয়ারম্যান টুটুল অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ পেলেন ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
কুমিল্লায় ১৮ দিনে ২৭ অভিযানে ৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২