কোটা
সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতারে
চলছে সাঁড়াশি অভিযান। এরই ধারাবাহিকতায় ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ সারা দেশে
২৬৬ জনকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড
অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (২৬ জুলাই) গ্রেফতারের বিষয়টি
নিশ্চিত করেছেন র্যাবের আইন ও গণমাধ্যমে শাখার সিনিয়র সহকারী পরিচালক আ ন ম
ইমরান খান। তিনি বলেন, নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৬৩ জন ও ঢাকার
বাইরে ২০৩ জনসহ সারা দেশে ২৬৬ জন গ্রেফতার করেছে র্যাব।
বিটিভি ভবন,
মেট্রোরেলসহ রাজধানী ও দেশের বিভিন্ন স্থানে সহিংসতা ও নাশকতার ঘটনা ঘটে।
এসব ঘটনায় জড়িত অভিযোগে গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মো. তারেক
রহমানসহ চার জনকে গ্রেফতার করা হয়। রাজধানীর মিরপুর ও বাড্ডা এলাকা থেকে
তাদের গ্রেফতার করে র্যাব।
অন্যরা হলেন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য
সচিব মো. তারেক রহমানের সহযোগী মো. সজল মিয়া (২৪), আল ফয়সাল রকি (২৭) ও মো.
আরিফুল ইসলাম (৩০)।
র্যাবের দাবি, সম্প্রতি রাজধানীর বিভিন্ন স্থানে হামলা, নাশকতা ও অগ্নিসংযোগে গ্রেফতাররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।