বুধবার ৩০ অক্টোবর ২০২৪
১৪ কার্তিক ১৪৩১
গতি পাচ্ছে আমদানি-রপ্তানি বাণিজ্য
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ১২:২৩ এএম |

গতি পাচ্ছে আমদানি-রপ্তানি বাণিজ্য
শুধু সরকার নয়, রাজনৈতিক মহল থেকে শুরু করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের এটি উপলব্ধি করার সময় এসেছে যে দেশের স্বার্থকে সব কিছুর ঊর্ধ্বে রাখতে হবে। রাজনীতির কদর্য খেলায় যারাই জিতুক পরাজিত হয় সাধারণ মানুষ। হঠকারী সিদ্ধান্তের কারণে অর্থনীতির চাকা শ্লথ হয়। বহির্বিশ্বে সুনাম হানি হয়।
বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা, নৈরাজ্য বারবার থামিয়ে দিচ্ছে অর্থনীতির গতি। যেমনটি ঘটল গত কযেক দিনে।
সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের আড়ালে স্বার্থান্বেষী গোষ্ঠীর সহিংসতার কারণে সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। এতে সারা দেশের মতো চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসেও অচলাবস্থা তৈরি হয়।
কারফিউ জারির পর চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য খালাস এবং পণ্য রপ্তানি স্বাভাবিকের তুলনায় কমে যায়। আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। কয়েক শ কোটি টাকার রাজস্ব হারায় সরকার। ইন্টারনেট সংযোগ না থাকায় ব্যাহত হয় শুল্কায়নপ্রক্রিয়া।
কাস্টম হাউস পণ্যভর্তি কনটেইনার খালাস করার জন্য আউটপাস দিতে পারেনি। ব্যবসায়ীরা আউটপাস না পাওয়ায় বন্দর থেকে কনটেইনার ভর্তি আমদানি পণ্য খালাস ও রপ্তানি পণ্য ঠিকমতো জাহাজীকরণ করতে পারেনি। আগে পণ্যের চালানগুলো অটোমেশন পদ্ধতিতে নথিভুক্ত করা হতো, অচলাবস্থার সময় চট্টগ্রাম কাস্টমস ২০ বছর আগের ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করেছে। এতে সময় লেগেছে বেশি। ভোগান্তিও পোহাতে হচ্ছে ব্যবসায়ীদের।
চট্টগ্রাম কাস্টমস গড়ে প্রতিদিন ২০০ কোটি টাকা রাজস্ব আদায় করত, তার বেশির ভাগ কমে যায়।
গত বুধবার থেকে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেটসেবা চালু হওয়ার পর চট্টগ্রাম বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্যের গতি স্বাভাবিক হতে শুরু করে। পণ্য খালাসের জন্য তিন শিফটে স্ক্যানিং কার্যক্রম পুরোদমে চালু হয়। পণ্য পরিবহনে শ্রমিকদের নিরাপত্তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। চট্টগ্রাম কাস্টম হাউস এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, গত ১১ জুলাই থেকে গত বুধবার পর্যন্ত ম্যানুয়াল পদ্ধতিতে আটটি বাল্ক জাহাজ ও পাঁচটি কনটেইনারবাহী জাহাজ রেজিস্ট্রেশন দিয়েছে। আর ২১ ও ২২ জুলাই তিন হাজার ৪৬৯টি কনটেইনারের মাধ্যমে ৭১ হাজার ২০২ টন এবং বাল্ক জাহাজের মাধ্যমে এক লাখ আট হাজার ৫৮১ টন বিভিন্ন ধরনের বাল্ক আমদানি পণ্য খালাস হয়েছে। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বলেছেন, চলমান পরিস্থিতিতেও বন্দরের সব জেটিতে জাহাজ থেকে পণ্য ওঠানামার কার্যক্রম প্রায় স্বাভাবিক ছিল। শনিবার থেকে সোমবার ডেলিভারি কম হওয়ায় কনটেইনারজট তৈরি হয়। মহাসড়কে যানবাহন চলতে শুরু করায় বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।
নির্বাহী আদেশে দেওয়া তিন দিনের সাধারণ ছুটির কারণে গত রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত বন্ধ ছিল দেশের পুঁজিবাজারও। পাঁচ দিন বন্ধ থাকার পর গত বুধবার দেশের পুঁজিবাজার আবার খুলেছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে এদিন কিছুটা কম সময় লেনদেন হয়।
কোটা সংস্কার আন্দোলনের ফলে দেশের শীর্ষ রপ্তানি খাত তৈরি পোশাকশিল্পের চট্টগ্রামের কিছু কারখানা চালু থাকলেও বেশির ভাগ ছিল বন্ধ। এ অবস্থায় প্রতিদিন প্রায় এক হাজার ৬০০ কোটি টাকার লোকসান গুনতে হচ্ছে বলে মনে করেন খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
আমরা আশা করব, সংশ্লিষ্ট সবাই দেশের স্বার্থকে বড় করে দেখবে। অর্থনীতিই দেশের প্রাণ। এ খাতটিকে যেকোনো মূল্যে নিরাপদ রাখতে হবে।












সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি. নিযুক্ত হলেন অ্যাড. সুজন
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
টুটুল পালালেন অস্ট্রেলিয়ায়
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদরের সাবেক চেয়ারম্যান টুটুল অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ পেলেন ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
কুমিল্লায় ১৮ দিনে ২৭ অভিযানে ৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২