কোটা
সংস্কার আন্দোলনে ছাত্র হত্যা ও নৈরাজ্যের প্রতিবাদ এবং বিচারের দাবীত বাম
প্রগতিশীল গণতান্ত্রিক জোট কুমিল্লা এর উদ্দোগে গতকাল কুমিল্লা টাউন হলের
সামনে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ সমাবেশ জেলা সমন্বয়ক কমরেড শেখ আবদুল
মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের
সমাজতান্ত্রিক দল বাসদ কুমিল্লা জেলা সমন্বয়ক কমরেড আবদুর রাজ্জাক, বাসদ
মার্কসবাদী কুমিল্লা জেলা সমন্বয়ক কমরেড শেখ মারুফ, শিক্ষক নেতা শান্তি
ভূষন দেবনাথ,যুব নেতা বিপ্লব মজুমদার, সুশান্ত বিশ্বাস, ছাত্র নেতা
জাহাঙ্গীর আলম,হৃদয় প্রমূখ।
বক্তারা অবিলম্বে কোটা আন্দোলনে নিহত
ছাত্রদের হত্যার বিচার ও যারা সারা দেশে ধ্বংসাত্বক কার্যকলাপে জড়িত ছিলেন,
বিশেষ করে মেট্রোরেল, সড়ক ভবন, টিভি ভবন, জেলখানা, শিক্ষা, স্বাস্থ্য ভবন
সহ সারা দেশে যারা তান্ডব চালিয়েছে তাদের বিচারের আওতায় নিয়ে আসার আহ্বান
জানান। এ আন্দোলনে আমরা সাধারণ ছাত্রদের মাঝে ঢুকে পরা জঙ্গি জামাত শিবিরের
উপস্থিতি দেখেছি, তাদের ধরে এনে বিচারের মুখোমুখি করার দাবী জানানো হয়।
তাছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া এবং ছাত্র রাজনীতি অবাধ সুযোগ এবং
ছাত্র সংসদ নির্বাচনের আহবান জানান। তাছাড়া বিসিএস প্রশ্ন ফাঁসে যারা জড়িত
তাদের বিচার দাবী করা হয়। বক্তরা মুক্তি যুদ্ধের চেতনায় দেশ পরিচালনার
আহবান জানান।