ভারত থেকে পেঁয়াজের আমদানি বাড়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৬ টাকা।
হিলি
স্থলবন্দর সূত্রে জানা গেছে, এই বন্দর দিয়ে ভারত থেকে ইন্দোর ও নাসিক
জাতের পেঁয়াজ আমদানি অব্যাহত রয়েছে। বর্তমানে বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ
পাইকারি (ট্রাক সেল) প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮২ টাকা দরে। যা দুদিন আগেও
৮৮ টাকায় বিক্রি হয়েছিল। এ ছাড়া নাসিক জাতের পেঁয়াজ ৮৪ টাকায় বিক্রি হচ্ছে,
যা আগে ৯০ টাকা দরে বিক্রি হয়েছিল।
আমদানিকারক হারুন উর রশিদ বলেন,
‘ইন্টারনেট সচল হওয়ায় ও ব্যাংকগুলো খোলায় নতুন করে এলসি খুলতে পারছেন
আমদানিকারকরা। সেই সঙ্গে দেশের বিভিন্ন স্থান থেকে পণ্য বিক্রির টাকাও নিতে
পারছেন তারা। এজন্য বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির পরিমাণ আগের তুলনায় কিছুটা
বেড়েছে। এ কারণে বাজারে সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।’
হিলি
স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘দেশের সহিংস পরিস্থিতির
মধ্য দিয়েও হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত ছিল। তবে পেঁয়াজ
আমদানির পরিমাণ ওঠানামা করছে। বৃহস্পতিবার বন্দর দিয়ে ১৭টি ট্রাকে ৪৯৬ টন
পেঁয়াজ আমদানি হয়েছে।’