গত ২৬ জুলাই শুক্রবার
বিকালে নীলাভ্র ফাউন্ডেশনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা
নগরীর কান্দিরপাড়ে অবস্থিত, দেশপ্রিয় রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। উক্ত
সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ শফিকুর রহমান। সভায় উপস্থিত ছিলেন নীলাভ্র
ফাউন্ডেশন এর উপদেষ্টা জনাব অভিজিৎ সিনহা মিঠু, জনাব সমীর মজুমদার, জনাব
বদরুল হুদা জেনু এবং সম্মানিত সভাপতি প্রফেসর ড. আলী হোসেন চৌধুরী ও সাধারণ
সম্পাদক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
ছিলেন ডা. মুহাম্মাদ নাজমুল আলম, ডেপুটি সিভিল সার্জন, কুমিল্লা। মুরাদ
নগরের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা এনামুল হক, লাকসামের
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা নাজিয়া বিনতে আলম। আরো উপস্থিত
ছিলেন শিশু সংগঠক অনিমা মজুমদার, সাবেরা ইয়াসমিন, মনোয়ারা বেগম মনি, ডা
জয়ন্ত সেন আবীর, ডা সাকিয়া হক, ডা তারিকুল ইসলাম, ডা সাইক বিনতে আলম, হাবিব
উল্লাহ, মুক্তি সাহা ঈশিতা, মোস্তফা কামাল, সুপ্তি সাহা ঈশিকা, সুপ্রিয়া
রায়, স্বপ্না চক্রবর্তী ও শুভ্র সাহা। সভা সঞ্চালনা করেন ফাউন্ডেশনের
পরিচালক প্রশাসন জনাব সাইফুল ইসলাম। সভায় বিষন্নতা ও আত্মহত্যা প্রতিরোধে
বছর ব্যাপী কার্যক্রম পরিচালনা ছাড়াও শিক্ষাবৃত্তি সহ নানান সামাজিক
কার্যক্রমের বিষয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের সদস্য ও
স্বেচ্ছাসেবীদের বছর ব্যাপী কার্যক্রম প্রশংশিত হয়। ভবিষ্যতে পুরো জেলায়
ফাউন্ডেশনের কার্যক্রম বৃদ্ধি করার জন্য নানান পরিকল্পনা গঠন করা হয়।
পরিশেষে,
সভার সভাপতি নীলাভ্র ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা জনাব মুহাম্মাদ
শফিকুর রহমান এর সমাপনী বক্তব্যর মাধ্যমে সভার পরিসমাপ্তি ঘটে।