বুধবার ৩০ অক্টোবর ২০২৪
১৪ কার্তিক ১৪৩১
ড্রোন কাণ্ডে কানাডার ৬ পয়েন্ট কাটা, তিন কোচ নিষিদ্ধ
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ১:১৫ এএম |




কানাডা নারী ফুটবল দল ২০২০ টোকিও অলিম্পিকে স্বর্ণ জিতেছিল। এবার প্যারিস অলিম্পিকেও তারা স্বর্ণ জয়ের লক্ষ্য নিয়েই এসেছে। কিন্তু এক ড্রোন কা-ে দারুণ বিপাকে পড়লো তারা। ৬ পয়েন্ট কাটা গেছে তাদের, তিন কোচকে এক বছরের জন্য করা হয়েছে নিষিদ্ধ। এখানেই শেষ নয়, কানাডিয়ান ফুটবল ফেডারেশনকে ২ লাখ ২৬ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যা ২ কোটি ৬৫ লাখ ১৫ হাজার ১১১ টাকা।
ঘটনাটি ঘটেছিল গেল বুধবার। অলিম্পিকে কানাডার প্রথম ম্যাচ ছিল নিউ জিল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচের আগে নিউ জিল্যান্ডের অনুশীলন মাঠে ড্রোন চালিয়ে তাদের কৌশল জানার চেষ্টা করেছিলেন কানাডার দুই সহকারী কোচ। যা অপরাধমূলক এবং ফেয়ার প্লে নিয়মের লঙ্ঘন।
নিউ জিল্যান্ড দলের পক্ষ থেকে এই ঘটনায় অভিযোগ জানানো হয়। আর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দ্রুত ব্যবস্থা নেয় ফিফা। তারা দ্রুত তদন্ত করে কানাডার দুই সহকারী কোচ ও প্রধান কোচ বেভ প্রিস্টম্যানকে দোষী সাব্যস্ত করে। পাশাপাশি স্টাফদের টুর্নামেন্টের নিয়ম মানতে বাধ্য না করায় কানাডার ফুটবল অ্যাসোসিয়েশনকেও দোষী সাব্যস্ত করে।
এই ঘটনায় কানাডার ৬ পয়েন্ট কেটে নেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা। দুই সহকারীকে এক বছরের জন্য সব ধরনের ফুটবল থেকে নিষিদ্ধ করে। কানাডা ফুটবল অ্যাসোসিয়েশনকে করে জরিমানা। এদিকে কানাডা ফুটবল প্রধান কোচকে ১ বছরের জন্য নিষিদ্ধ করে তাকে অলিম্পিক টুর্নামেন্ট থেকে সরিয়ে নেয়। আগামী ১ বছর তিনি ফিফার সব ধরনের ফুটবলে নিষিদ্ধ থাকবেন।
ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তি করার বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রিস্টম্যানকে দল থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। আর তার দুই সহকারীকে ফ্রান্স থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।
অবশ্য এই ঘটনায় পয়েন্ট কাটা, জরিমানা ও নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করার সুযোগ পাবে কানাডা দল।
কানাডা তাদের প্রথম ম্যাচ খেলে কোচ অ্যান্ডি স্পেন্সের তত্ত্বাবধানে। সেই ম্যাচে নিউ জিল্যান্ডকে ২-১ গোলে হারায় তারা।
৬ পয়েন্ট কাটা যাওয়ায় অলিম্পিকে টিকে থাকা কিছুটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ালো কানাডার মেয়েদের জন্য। সেক্ষেত্রে তাদের ‘এ’ গ্রুপের তিনটি ম্যাচের সবগুলোই জিততে হবে। তাহলে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্স-আপ হয়ে তারা পরের রাউন্ডে যেতে পারবে। রোববার দ্বিতীয় ম্যাচে তারা আয়োজক ফ্রান্সের মুখোমুখি হবে। আর বৃহস্পতিবার শেষ ম্যাচে লড়বে কলম্বিয়ার বিপক্ষে।
প্রিস্টম্যানকে ২০২০ সালে কানাডা জাতীয় নারী দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২১ সালে তার তত্ত্বাবধানে টোকিও অলিম্পিকে স্বর্ণ জিতে কানাডার মেয়েরা। প্রিস্টম্যানের সঙ্গে ২০২৭ নারী বিশ্বকাপ পর্যন্ত চুক্তির মেয়াদ রয়েছে কানাডার।














সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি. নিযুক্ত হলেন অ্যাড. সুজন
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
টুটুল পালালেন অস্ট্রেলিয়ায়
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদরের সাবেক চেয়ারম্যান টুটুল অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ পেলেন ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
কুমিল্লায় ১৮ দিনে ২৭ অভিযানে ৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২