বুধবার ৩০ অক্টোবর ২০২৪
১৪ কার্তিক ১৪৩১
সড়কে ঝরলো বাবা-মেয়ের প্রাণ
প্রকাশ: সোমবার, ২৯ জুলাই, ২০২৪, ১:১৫ এএম আপডেট: ২৯.০৭.২০২৪ ১:২৬ এএম |


রাজবাড়ীর বালিয়াকান্দিতে পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রবিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার নারুয়া ইউনিয়নের মৃগী-নারুয়া সড়কের বড় ঘি-কমলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন– ওই অটোভ্যানচালক রাজবাড়ীর কালুখালী উপজেলার সাওরাইল গ্রামের হাসেম ম-ল (৫০) এবং তার মেয়ে হালিমা (২৭)।
এ সময় আহত হয়েছেন বিউটি (৩৪) নামে আরেক নারী। তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে আরএফএল কোম্পানির একটি পিকআপ ভ্যান নারুয়া থেকে কালুখালীর মৃগী এলাকায় যাচ্ছিল। পথে বড় ঘি-কমলা বাজার মোড় এলাকায় পৌঁছালে পিকআপ এবং ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক হাশেমের মেয়ে হালিমা মারা যান। গুরুতর আহত অবস্থায় হাসেমকে পাংশা হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান। ভ্যানের অপর আরোহী বিউটিকে গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম বলেন, ‘অটোভ্যানচালক হাসেম তার মেয়ে ও ভাইয়ের ছেলের বউকে নিয়ে নারুয়া থেকে কালুখালীর দিকে যাচ্ছিলেন। পথে কালুখালী থেকে নারুয়াগামী একটি পিকআপ ভ্যান অটোভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে বাবা-মেয়ে নিহত হন। দুর্ঘটনার খবরে আমরা মর্মাহত।’
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‘পিকআপ ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। থানা পুলিশ ট্রাকটিকে আটক করেছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’















সর্বশেষ সংবাদ
মনোহরগঞ্জে সরকারি খাল দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ
কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পি.পি. নিযুক্ত হলেন অ্যাড. সুজন
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
টুটুল পালালেন অস্ট্রেলিয়ায়
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লা সদরের সাবেক চেয়ারম্যান টুটুল অস্ট্রেলিয়া পালিয়ে গেছেন
কুমিল্লা জেলা পিপি এড. কাইমুল হক রিংকু
সিনিয়র সচিব পদমর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য নিয়োগ পেলেন ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া
কুমিল্লায় ১৮ দিনে ২৭ অভিযানে ৬৭ প্রতিষ্ঠানকে জরিমানা
কুমিল্লায় শচীন মেলা শুরু আজ
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২