টানা ১০ দিন পর রোববার (২৮ জুলাই)
বিকেল ৩টা থেকে ফিরেছে মোবাইল ইন্টারনেট। এরই মধ্যে অনেকেরই ডাটা অব্যবহৃত
অবস্থায় মেয়াদ শেষ হয়ে গেছে। এমন অবস্থায় সেসব ইন্টারনেট ডাটা আর ফিরে
পাওয়ার সম্ভাবনা নেই।
তবে সব অপারেটরের মোবাইল ইন্টারনেট গ্রাহকরা ৩
দিনের জন্য ৫ জিবি বোনাস পাবেন বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য
প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এদিকে দেশের মোবাইল
অপারেটরগুলো এসএমএসের মাধ্যমে মোবাইল ইন্টারনেট চালুর বিষয়টি গ্রাহকদের
অবগত করছে। এমনকি ৫ জিবি ইন্টারনেট বোনাসের কথাও জানাচ্ছে। কখন এ বোনাস
ইন্টারনেট বিনামূল্যে পাবেন, তা জানতে মুখিয়ে আছেন গ্রাহকরা।
অপারেটর
কোম্পানিগুলোর কর্মকর্তারা জানিয়েছেন, গত ১৮ জুলাই রাতে সারাদেশে ইন্টারনেট
শাটডাউন করা হয়। ওই সময়ের আগে যেসব গ্রাহক ডাটা প্যাকেজ কিনেছিলেন এবং
ইন্টারনেট সেবা বন্ধের ১০ দিন সময়ের মধ্যে মেয়াদকাল শেষ হয়েছে, তারাই কেবল
বোনাস ৫ জিবি ইন্টারনেট পাবেন। তাছাড়া কমপক্ষে ১ থেকে দেড় জিবি ইন্টারনেট
অবশিষ্ট ছিল এমন গ্রাহকদের এ বোনাস দেওয়ার ক্ষেত্রে বাছাই করা হতে পারে।