বুড়িচং
প্রতিনিধি: কুমিল্লার বুড়িচং উপজেলার মহিষমারা গ্রামে এনামুল হক ভূইয়ার
বাড়িতে টিন সেট বিল্ডিং এ এক ভয়াবহ অগ্নিকা-ে মালামাল সক ১২ লক্ষ টাকার
ক্ষতি সাধিত হয়েছে। অগ্নিকা-টি সংঘটিত হয়েছে গত শনিবার ২৭ জুলাই গভীর
রাতে।
স্থানীয় ইউপি সদস্য এরশাদ হোসেন ভূইয়া মেম্বার ও
প্রত্যক্ষদর্শীরা জানায় শনিবার দিবাগত গভীর রাতে ( ২ টায়) উপজেলার ষোলনল
ইউনিয়ন এর মহিষমারা গ্রামের এনামুল হক ভূইয়ার রান্না ঘর থেকে প্রথমে
অগ্নিকান্ডের সূত্র পাত ঘটে।
মুূহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চার
পাশে ছড়িয়ে পড়ে। এতে তার আপন ভাই মো. জসিম উদ্দীন ভুঁইয়ার ঘরে আগুন লেগে
পুড়ে যায়। এসময় ১ টিন টিনসেট বিল্ডিং, ২ টি গরু, নগদ ২ লাখ টাকা, আসবাবপত্র
ও অন্যান্য মালামালসহ পুড়ে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। বুড়িচং
উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার অগ্নিকা-ের খবর নেন এবং সংশ্লিষ্ট
ক্ষতিগ্রস্তদের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে রিপোর্ট
প্রদানের জন্য বলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান মো জসিম উদ্দীন, ষোলনল ইউপির
চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন, সাবেক মেম্বার এরশাদুল হক ভূইয়াসহ
অন্যান্যরা অগ্নিকা-ে ক্ষতিগ্রস্তদের বিভিন্ন দিক পরিদর্শন করেন।