ইসমাইল নয়ন।।
কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল গ্রামে ফাহিম হোসেন (৯) নামে তৃতীয়
শ্রেণিতে পড়ুয়া এক শিশু শিক্ষার্থী খেলতে ছলে গলায় ফাঁস লেগে মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ জুলাই) রাত সাড়ে ৮ টার দিকে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ফাহিম হোসেন মানুষিক প্রতিবন্ধি ছিলেন। সে ব্রাহ্মণপাড়া উপজেলার ধান্যদৌল
গ্রামের গোলাম হোসেন বুলুর ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২৭ জুলাই
শিশুটির বাড়িতে অন্য একটি ঘর তৈরিতে কাঠমেস্ত্রীর সাথে ব্যস্ত ছিলেন এবং মা
সুমি আক্তার ঐদিন তার বাবার বাড়িতে ছিলেন। মা সুমি আক্তার বিকেল সাড়ে ৫
টার দিকে বাড়িতে ফিরে এসে দেখে ফাহিম হোসেন গলায় ওর্ণা পেঁচানো খাটের মশারি
স্টেন্ডের সাথে গলায় ফাঁস লাগা অবস্থায় ঝুলে আছে।
পরে সবাই মিলে তাকে
দ্রুত উদ্ধার করে ব্রাহ্মণপাড়ার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়া হলে
কর্তব্যরত ডাক্তার তাকে কুমেক হাসপাতালে নিতে বলে। পরে কুমেক হাসপাতালের
কর্তব্যরত ডাক্তার তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ
হাসপাতালে প্রেরণ করে। ঢাকা যাওয়ার পথে নিমসার এলাকায় রাত সারে ৮ টায় তার
মৃত্য হয়।
শিশুটির বাবা বলেন, ছেলেটা ভালভাবে কথা বলতে পারতোনা কিন্তু
সবসময় হাসিখুশি থাকতো, তাকে তো কিছু বলাও হয়নি। তবে কেন এমনটি হলো, কি করলো
বুঝে উঠতে পারছি না। তাদের ধারণা হয়তো খেলার ছলে গলায় ফাঁস লেগে গিয়েছিল।
বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। ফাহিম হোসেন ৪ ভাইয়ের মধ্যে তৃতীয়
এবং তার জমজ ছোট আরেক ভাই রয়েছে।