কুমিল্লার
বুড়িচং উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব -১৭) ২০২৪ এর উদ্বোধনী
অনুষ্ঠান ও উদ্বোধনী খেলা গতকাল ২৯ জুলাই বুড়িচং উপজেলা সদরের আনন্দ পাইলট
সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার
সাহিদা আক্তারের সভাপতিত্বে উদ্বোধনী খেলা মোকাম, বুড়িচং সদর, রাজাপুর ও
ষোলনল ইউনিয়নের মধ্যে অনুষ্ঠিত হয়। রাজাপুর ইউইউনিয়ন ফুটবল একাদশ বনাম
ষোলনল ইউনিয়ন ফুটবল একাদশ এর উদ্বোধনী খেলায় টাইব্রেকারে ষোলনল ইউনিয়ন
ফুটবল একাদশ বিজয়ী হয়। মোকাম ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বুড়িচং সদর ইউনিয়ন
ফুটবল একাদশের মধ্যে উদ্বোধনী খেলায় বুড়িচং সদর ইউনিয়ন ফুটবল একাদশ বিজয়ী
হয়। বিকেলে ময়নামতি ইউনিয়নের সাথে পীরযাত্রাপুর ইউনিয়ন এর খেলা অনুষ্ঠিত
হয়। এতে ময়নামতি ইউনিয়ন বিজয়ী হয়। ভারেল্লা (উত্তর), ভারেল্লা (দ) বনাম
বাকশীমুল ইউনিয়ন এর খেলায় বাকশীমুল ইউনিয়ন বিজয়ী হয়। এসময় উপস্থিত ছিলেন
বুড়িচং থানার পুলিশ শ্যামল, ষোলনল ইউপির চেয়ারম্যান হাজী বিল্লাল হোসেন,
রাজাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মিজানুর রহমান, বুড়িচং সদর ইউপির
প্যানেল চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম, বাকশীমুল ইউপির মেম্বার আবদুল করিম
রিপন খান মেম্বার, ভারেল্লা (দ) ইউপির সচিব আবদুর রহমান, ষোলনল ইউপির সচিব
মো. খাবির উদ্দীন, ভারেল্লা (উ) ইউপির সচিব মো. আবদুর রব, বাকশীমূল
ইউনিয়নের সচিব মারজানা ইসলাম, উদ্যোক্তা মো. জানাল হোসেন, ময়নামতি ইউনিয়নের
সচিব সোহেল আহাম্মদ মজুমদারসহ অন্যান্য অন্যান্য বিভাগীয় কর্মকর্তাগণ।