সকাল
থেকে ঢাকার অনেক এলাকায় মোবাইল ইন্টারনেট পাচ্ছিলেন না অনেক গ্রাহক। এতে
মোবাইল ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এ সময় বাংলাদেশ
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন আহমেদ
জানান, মোবাইল ইন্টারনেট বন্ধ করা হয়নি। অনেকে ইন্টারনেট পাচ্ছে না কেন
জানতে চাইলে তিনি বলেন, নেট সবারই আছে। আমরা বন্ধ করবো কেন? মন্ত্রী মহোদয়
তো আগেই জানিয়েছেন ইন্টারনেট ঠিক হয়েছে।
এদিকে বাসাবাড়িতে ব্রডব্যান্ডের
লাইনের বিষয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের
সভাপতি ইমদাদুল হক বলেন, মোবাইল ইন্টারনেট চালু আছে। তবে গতি অনেক স্লো।
এর
কারণ কী জানতে চাইলে তিনি জানান, আমাদের ইন্টারনেট সার্ভিস চালুর পর ১০
দিন গুগলের ক্যাশ সার্ভিস অর্থাৎ গুগল বা গুগল রিলেটেড জিমেইল, ইউটিউব
এগুলো বন্ধ ছিল। এসব সার্ভার আপডেট হতে ব্যান্ডউইথ প্রয়োজন পড়ে। এতে আমাদের
যে প্রধান আন্তর্জাতিক ব্যান্ডউইথ সেখানে এসে চাপটা পড়েছে। এদিকে আবার
ফেসবুক, ইউটিউব যেসব সার্ভিস বন্ধ আছে সেগুলো ভিপিএন দিয়ে চালাচ্ছেন। যার
কারণেও আমাদের আন্তর্জাতিক ব্যান্ডউইথে প্রচুর চাপ পড়েছে। এ কারণে মোবাইল
ইন্টারনেট অনেক জায়গায় স্লো পাচ্ছে।
তিনি বলেন, এটি খুব দ্রুত ঠিক হয়ে যাবে। স্বাভাবিক সময়ে এই সার্ভারগুলো ঠিক হতে ২৪ থেকে ৪৮ ঘণ্টা সময় লাগে।
প্রসঙ্গত, বুধবার (২৪ জুলাই) ব্রডব্যান্ড সংযোগ সচল করা হয়।