কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল কর্মসূচি চলাকালে হামলায় গুরুতর আহত ৬ জন শিক্ষার্থী কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিন আছেন। তারা হলেন- কুমিল্লা মডার্ন হাই স্কুলের শিক্ষার্থী আরফান মজুমদার (১৬), কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী সৌরভ চক্রবর্তী (২৫), ঢাকার সফিউদ্দিন স্কুলের শিক্ষার্থী মারুফ (১৬), কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থী আসিফ (১৮), কুমিল্লা নগরীর ঠাকুর পাড়া এলাকার শাহাদাত হোসেনের পুত্র মৃদুল (১৭), টমসনব্রিজ এলাকার ইউনুস মিয়ার পুত্র সুজন (১৮)।
এই বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেখ ফজলে রাব্বি বলেন, হাসপাতালে কয়েকজনকে আহত অবস্থায় নিয়ে আসা হয়েছে। আমরা তাঁদের চিকিৎসা দিচ্ছি।
অপরদিকে কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল কর্মসূচি চলাকালে হামলায় আহতদের মধ্যে অন্তত ৬ জন কুমিল্লা সদর হাসপাতালেচিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আবদুল করিম। তিনি বলেন, চিকিৎসা নিতে আসা ৬ জনের মধ্যে দুইজন ছড়রা গুলিবিদ্ধ। তবে সবাই আশঙ্কামুক্ত।