বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
চান্দিনায় সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক
প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ১২:৫৩ এএম |



নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন কর্মসূচি চলাকালে সংঘর্ষে সাংবাদিকসহ অন্ত অর্ধশতাধিক আহত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে হামলায় দৈনিক কুমিল্লার কাগজের বিশেষ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকর আহত হয়েছেন। এই দিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চান্দিনা উপজেলার বিভিন্ন স্টেশন ও গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেয় তারা। মহাসড়কে যান চলাচল বন্ধ করে দিয়ে প্রাইভেটকার, মোটরসাইকেল, বাস গাড়ি, পুলিশের রেকার, বিভিন্ন সরকারি অফিস ও আওয়ামী লীগ অফিসে অগ্নিসংযোগ এবং পুলিশ হত্যার মত ঘটনা ঘটিয়েছে তারা।
জানা যায়, রবিবার সকাল থেকে মহাসড়কের বিভিন্নস্থানে আন্দোলনকারী, আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে দুপুরের মধ্যে মহাসড়কের ইলিয়টগঞ্জ থেকে চান্দিনা উপজেলার পুরো অংশের নিয়ন্ত্রণ চলে যায় বিক্ষোভকারীদের হাতে।
খোঁজ নিয়ে জানা যায়, বেলা ১১টার দিকে চান্দিনা, দাউদকান্দি ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী গোমতা, মুরাদনগর রাস্তার মাথাসহ ইলিয়টগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে রাখে আন্দোলনকারীরা। এসময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে চেষ্টা চালায় ছাত্রলীগ যুবলীগ নেতাকর্মীরা। এসময় আন্দোলনকারীদের সাথে আওয়ামী লীগের সংঘর্ষের সৃষ্টি হয়।
একপর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়া খেয়ে পিছু হটে নেতাকর্মীরা। পরবর্তীতে ইলিয়টগঞ্জের একটি গ্যাস পাম্প এলাকার মহাসড়কে বাস ও মাইক্রোবাসে আগুন দেয় আন্দোলনকারীরা। এসময় আওয়ামী লীগের অফিস ভাঙচুর সহ ইউপি চেয়ারম্যানের অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করে। হাইওয়ে পুলিশের ১টি রেকার ও থানা হেফাজতে থাকা ১টি দুর্ঘটনাকবলিত বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ২-৩ শত বিক্ষোভকারী মিছিল নিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁড়ি থেকে টিয়ারশেল নিক্ষেপ ও রাবার বুলেট ছোঁড়ে। পুলিশের ছোঁড়া গুলিতে পথচারী ও শ্রমজীবী সহ ২০-৩০জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে ইলিয়টগঞ্জ পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়ে ঘেরাও করে থানায় আগুন দেয় আন্দোলনকারীরা।
থানার ইন-চার্জ পুলিশ পরিদর্শক মঞ্জুরুল আলম মোল্লা জানান, দুর্বৃত্তরা থানায় হামলা করলে বেশিরভাগ পুলিশ সদস্য জীবনের নিরাপত্তায় তিনতলা থানা ভবনটির ছাদে আশ্রয় নেয়। নিচের কক্ষগুলোতে অবস্থান নেওয়া কমপক্ষে ১০জন পুলিশ সদস্যকে দুর্বৃত্তরা বেধরক মারধর করে। এসময় এরশাদ মিয়া (৩৯) নামের একজন পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। তারা থানা ভবনের সামনে থাকা মোটরসাইকেল ও সব গাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। একই দিন সন্ধ্যা ৬টায় দুর্বৃত্তরা পুনরায় থানা ভবনটিতে আগুন দিয়েছে বলেও তিনি জানিয়েছেন।
এদিকে বেলা পৌঁনে ২টায় আন্দোলনকারীদের আরেকটি গ্রুপ চান্দিনার ইন্দ্রারচর ও চান্দিনা-বাগুর বাস স্টেশনে অবস্থান করা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে দখল নেয়। এসময় দৈনিক কালের কণ্ঠের চান্দিনা প্রতিনিধি ও দৈনিক কুমিল্লার কাগজের বিশেষ প্রতিনিধি রণবীর ঘোষ কিংকরের উপর হামলা চালায় দুর্বৃত্তরা। তারা পালকি সিনামা হল এলাকায় ১টি এবং বাস স্টেশন এলাকায় ৩টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
পরে তারা চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, প্রকৌশলী, একাউন্টস অফিসার এর কার্যালয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। বাজারে বিক্ষোভের সময় দুর্বৃত্তরা আওয়ামী লীগ অফিস, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শামীম হোসেনের দোকান এবং সাবেক পৌর মেয়র মো. মফিজুল ইসলাম এর অফিসে ভাঙচুর চালায়।
এব্যাপারে চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) আহাম্মদ সনজুর মোর্শেদ জানান, ‘আমার মোবাইল থেকে ২-৩ ঘন্টা কোন কল আসেনি বা যায়নি। আন্দোলনকারীরা থানা ভবনে ৩ বার হামলা করতে এসেছিলো। আমরা থানা ভবন হেফাজতসহ বিভিন্ন কাজে ব্যস্ত আছি।’














সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২