বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দাউদকান্দিতে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার
দুপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে গৌরীপুর বাসস্ট্যান্ডে এ আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএস কামরুজ্জামান
ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আবুল হাসেম।
বিশেষ অতিথির বক্তব্য
রাখেন, উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি আল এমরান, উপজেলা
স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ শিপন তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক
মোঃ রেজাউল করিম ভূঁইয়া,যুগ্ম আহ্বায়ক মোঃ আলাউদ্দিন আহমেদ, মহিউদ্দিন
সরকার, আব্বাস আলী, মনির হোসেন, মাসুদ মেম্বার ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক
মোঃ আব্দুস বাছেদ প্রমূখ।
পরে একটি দৃষ্টিনন্দন বর্ণাঢ্য র্যালী ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক প্রদক্ষিন করে দাউদকান্দি প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাপ্ত হয়।
অনুষ্ঠানে দাউদকান্দি উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।