কুমিল্লার পুলিশ লাইন্সে শিক্ষার্থীদের উপর সশস্ত্র হামলার ঘটনায় কুমিল্লার দানব খ্যাত সাবেক এমপি আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ ৩৭৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার কুমিল্লার আড়াইওড়ার এক শিক্ষার্থীর বাবা আফসার আবদুল আজিজ বাদি হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন। কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মো: ফিরোজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গত ৩ আগস্ট পুলিশ লাইন্সে সশস্ত্র ক্যাডাররা শিক্ষার্থীদের উপর হামলা চালায়। এতে অনেক শিক্ষার্থী আহত হয়। মামলায় সাবেক এমপি আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন বাহার, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুলসহ ৩৭৬ জনের নাম উল্লেখ করে আরো ১২০ জনকে আসামী করা হয়। মামলার আসামীরা হলেন- ১. আবুল খায়ের মোহাম্মদ বাহা উদ্দিন বাহার (৭২) (সাবেক এমপি), পিতা- আবদুছ ছালাম, গ্রাম: ৪০১, মনোহরপুর, মুন্সেফবাড়ি, ২. আমিনুল ইসলাম টুটুল(৫৮) , পিতা- রফিকুল ইসলাম , গ্রাম: ধর্মপুর, ৩. সাইফুল আলম রনি(৪৮) (জামাই রনি) পিতা- মৃত আব্দুল হালিম, সাং- তালপুকুরপাড়, ৪. বাপ্পি (৫০), পিতা- শফিকুর রহমান, সাং- বাগিচাগাও, ৫. সুজন দত্ত (৩২) (পিএস), পিতা- চন্দন দত্ত, সাং- তালপুকুরপাড়, ৬. মাসুদ(৪২) (সাবেক কাউন্সিলর) পিতা- মৃত আব্দুল আজীজ, সাং- ছোটরা, ৭. আতিকুল্লাহ খোকন (৬৯), পিতা- মৃত নুরুল ইসলাম, সাং- ঝাউতলা, ৮. সাদেকুর রহমান পিয়াস (৩৮), পিতা- জালু মিয়া, সেচ্ছাসেবকলীগ,সাং- ঝাউতলা, ৯. জহিরুল ইসলাম রিন্টু (৪৮), পিতা- মৃত সিরাজুল ইসলাম, সাং- মির্জা নগর, বরুড়া, বর্তমান সাং- ছোটরা বিষ্ণপুর, ১০. হাবিবুল আল আমিন সাদী (৪৫) পিতা - মৃত এবিজে সালেহিন প্রকাশ বকু মিয়া, সাং মুন্সেফবাড়ী ১১নং ওয়ার্ড থানা, ১১. সরকার মাহমুদ জাবেদ (৫০) পিতা- মৃত আব্দুর রব মুক্তার, সাং রেইসকোর্স থানা , ১২. শিপন (৩৫) (কাউন্সিলর), পিতা- শাহিন মিয়া, সাং- ছোটরা ডিসি রোড, ১৩. নাজমুল ইসলাম শাওন(৪২) পিতা- মৃত: রতন মিয়া, সাং- মধ্যম আশ্রাফপুর, ১৪. সালেহ আহম্মেদ রাসেল (৪৫), পিতা - মৃত সেকান্দার মাষ্টার, সাং- জামিরা, লালমাই, বর্তমান সাং ঠাকুরপাড়া ১৫. স্বপ্নীল(৩৮)(মেয়র ব্যক্তিগত পিএস), পিতা-মনির হোসেন, সাং-কাপ্তান বাজার, ১৬. হিমেল(৩২), পিতা-মৃত আশ্রাফ কন্ট্রাকটর, গ্রাম বাদুরতলা, ১৭. রায়হান(৫০), পিতা মৃত সেতু মিয়া, গ্রাম-ছোটরা , ১৮. কাউসার জামান কায়েস (৩৮), পিতা-কবির হোসেন, সাং-বাগিচাগাঁও, ১৯. জালাল(৪১), পিতা- মৃত শহিদ মিয়া (প্রকাশে বা”চু মিয়া), গ্রাম পশ্চিম রেইকোর্স, ৩নং ওয়ার্ড, ২০. মোস্তফা(৫০), পিতা-আদম আলী, সাং-মধ্যম আশ্রাফপুর, ২১. আজিজুল হক শিহানু(৩৬),পিতা-মৃত হেলাল উদ্দিন, সাং-৪০১ মনোহরপুর, ২২. কাউন্সিলর আজাদ হোসেন (৪৫), পিতা-মৃত খলিলুর রহমান, সাং-শ্রীমন্তপুর, ২৩. কাউন্সিলর আনোয়ার হোসেন ৫৫, পিতা-মৃত হামিদ আলী, সাং-দিশাবন্দ, ২০নং ওয়ার্ড, ২৪. হাসান রাফি মজুমদার রাজু (৫০), চেয়ারম্যান, পিতা-মৃত আব্দুল হালিম মজুমদার, সাং-ইটাল্লা, জগন্নাথপুর. ২৫. মোজ্জামেল হোসেন(৬০) (চেয়ারম্যান, আমড়াতলী ইউনিয়ন), পিতা-মৃত কাজী কফিল উদ্দিন প্রঃ গেদু কাজী, সাং- আমড়াতলী(উত্তর পাড়া), ২৬. কাইয়ুম (কাইয়ুম মোল্লা) (৩০) পিতা- অজ্ঞাত, (রোইসকোর্স) ধানমন্ডি রোড, ২৭. আরাফাত প্রঃ সেলফি আরাফাত(৪০), পিতা-ভূট্টু মিয়া, গ্রাম-ডুমুরিয়া চাঁনপুর(বউ বাজার), ২৮. আবুল হাসান কাউন্সিলর(৪৫), পিতা-অনু মিয়া, সাং-রায়পুর, ২৯. বেলাল(৪৪), পিতা- আলফু মিয়া, সাং-ছাতিপট্টি, ৩০. আশিক(৪২), পিতা- রশিদ চেয়ারম্যান, সাং-দিগাম্বরী তলা, ৩১. আবুল হোসেন ছোটন(৪৫), পিতা-মৃত আবুল কাশেম, গ্রাম-বিষ্ণপুর (মৌলভী পাড়া), ৩২. প্রিতুল, পিতা-অজ্ঞাত, সাং-পাথুরীয়া পাড়া, ৩৩. কালা মোস্তফা, পিতা-অজ্ঞাত, সাং-মীর পুকুর পাড়, শাকতলা, ৩৪. নুর মোহাম্মদ সোহেল(২৭) পিতা-অজ্ঞাত, সাং-ছোটরা, ৩৫. মোশারফ হোসেন মুন(২৬), পিতা আদম আলী, সাং-মধ্যম আশ্রাফপুর, ৩৬. মামুন চেয়ারম্যান (৫২), মৃত আলী আহম্মদ, সাং -জগন্নাথপুর, ৩৭. সৈয়দ রুমন(৪০), পিতা-অজ্ঞাত, সাং-পাথুরিয়াপাড়া, ৩৮. জহিরুল কামাল মুর্গা জহির(৫০), পিতা-আলী নোয়াব মিয়া, সাং-দক্ষিন ঠাকুরপাড়া, ৩৯. তুহিন (৪০), পিতা-আলী নোয়াব মিয়া, সাং-দক্ষিন ঠাকুরপাড়া, ৪০. বিল্লাল হোসেন(৪৫), পিতা-অহিদুর রহমান, সাং-দাউদেরখাড়া, ৪১. শাহআলম খান(৬৪), পিতা-খান সাহেব আব্দুল মজিদ খান, সাং-অশোকতলা, ৪২. আবু হেনা, পিতা-অজ্ঞাত, সাং-শাসনগাছা, ৪৩. কাজী মো: শাখাওয়াত হোসেন শাক্কু(২৬) পিতা- কাজী ইকবাল হোসেন, সাং-শাসনগাছা, ৪৪. মো: জসিম উদ্দিন(৫০) পিতা-মৃত ছালু মিয়া, সাং-দক্ষিণ চর্থা, থিরাপুকুর পাড়, ৪৫. মো: জসিম উদ্দিন(৫০) পিতা-মৃত নুরু মিয়া, সাং-দক্ষিণ চর্থা, থিরাপুকুর পাড় (ফকির বাড়ী), ৪৭। সিনিয়র সহ-সভাপতি ৪৬. আবুল হাসেম কাউন্সিলর(৬৭), পিতা-আব্দুস সালাম, সাং-মুরাদপুর(১৪ নং ওয়ার্ড), ভূইয়া পুকুর পাড়, ৪৭. মহসিন মিয়া(৫৮), পিতা-রমজান আলী, সাং-২য় মুরাদপুর (১৪ নং ওয়ার্ড), ৪৮. জনি(৩৫), পিতা শাহ আলম, সাং-শাসনগাছা (মোল্লা বাড়ী), ৪৯. আহম্মেদ নিয়াজ পাভেল(৪৬), পিতা-মৃত আলী মিয়া, সাং-শাসনগাছা(বড় বাড়ী), ৫০. কাউছার খন্দকার (৫০) পিতা- মৃত মনু মিয়া, সাং- দক্ষিন চর্থা, লুৎফুনেচ্ছা উ”চ বালিকা বিদ্যালয়ের পিছনে, ৫১. আরিফ (৪২)(যুবলীগের সহ-সভাপতি), পিতা- আমিনুল ইসলাম, সাং- দক্ষিন চর্থা(১৩ নং ওয়ার্ড) বড় ৫২. তাহসিন বাহার সুচনা(৪০), পিতা- আবুল খায়ের মোহাম্মদ বাহা উদ্দিন বাহার, সাং-৪০১ মনোহরপুর৫৩. রাসেল প্রঃ ডাকু রাসেল(৩৫)(সাংগঠনিক সম্পাদক যুবলীগ ১৩ নং ওয়ার্ড), পিতা- রতন মিয়া (রতন ড্রাইভার), সাং-দক্ষিন চর্থা, হাফেজ বাড়ী, বতমান ঠিকানা- ২য় মুরাদপুর, ডল হাউজ গলি, ৫৪. সোহাগ প্রঃ হাড্ডি সোহাগ (৩২), পিতা: মৃত মুকসুদ মিয়া, সাং- দক্ষিন চথা, বড়পুকুরের পশ্চিম পাড়, ৫৫. সাইহাদ কামাল শুভ(৩৫), পিতা- মোস্তফা কামাল, স্থাায়ী ঠিকানা- কুমারবাঙ্গা লাকসাাম, ৫৬. তপ্ত (২৫), পিতা-অপু মিয়া, সাং-দক্ষিন চর্থা , ৫৭. মোঃ আমিনুল হক চেয়ারম্যান(৫৫, পিতা-আব্দুল লতিফ লাল মিয়া, সাং-ধর্মপুর(০৩ নং দূর্গাপুর), ৫৮. মাহে আলম(৫৬), পিতা-আবদুস সালাম, সাং-আমড়াতলী, ৫৯. আনিস(৬২), পিতা- মৃত সাত্তার মাষ্টার, সাং-দক্ষিন চর্থা, লুৎফুনেচ্ছা স্কুলের সামনের বাড়ী, ৬০. মোজাহার উদ্দিন প্রঃ সেন্টু (৬০), পিতা-মৃত বা”চু মিয়া, সাং-দক্ষিন চর্থা , ৬১. শাওন (৩৫), পিতা- সিরাজ মিয়া, সাং- দক্ষিন চর্থা ৬২. সানি (২৮) (অস্ত্রধারী), পিতা- সিরাজ মিয়া, সাং- দক্ষিন চর্থা , ৬৩. সোয়েব চৌধুরী মিঠু (৫০), পিতা- মৃত জামাল চৌধুরী, সাং-দক্ষিন চর্থা, দপ্তরী বাড়ী, ৬৪. সোহেল রানা(৪৫), পিতা- মৃত বাহাদুর মিয়া, সাং-দক্ষিন চর্থা, চৌহমুনী, ৬৫. জসিম প্রঃ কান কাটা জসিম(৫০), পিতা- নুরু মিয়া, সাং- থিরাপুকুর পাড়, ৬৬. শাহাজাদা (২৬), পিতা-শাহিনুর মিয়া, সাং- দক্ষিন চর্থা, বড় পুকুর পাড়, ৬৭. এ.এস.এম খায়রুল আলম ডালিম (৫০), পিতা-মৃত আব্দুল বাতেন, সাং-ঠাকুরপাড়া(বাবু কাউন্সিলর এর ৬৮. এ.এস.এম খায়রুল মামুন (৫০), পিতা আব্দুল বাতেন, সাং-ঠাকুরপাড়া, ৬৯. হাবিব প্রঃ পান হাবিব(৫০), পিতা-মৃত আহসান মিয়া, সাং-দক্ষিন চর্থা ৭০. নিপু বাঙ্গালী (৩৮)(যুবলীগের সাধারণ সম্পাদক, ১৩ নং ওয়ার্ড), পিতা-মৃত জহির বাঙ্গালী, সাং-দক্ষিন চর্থা (থিরাপুকুর পাড়), ৭১. সবুজ (৪৫), পিতা-মৃত ফিরোজ মিয়া, সাং-দক্ষিন চর্থা, তালতলা চৌমুহনী, ৭২. ছোটন(৩০), পিতা-মোবারক হোসেন, সাং-দক্ষিন চর্থা, থিরাপুকুরপাড়, কবরস্থাান সংলগ্ন, ৭৩. মোস্তাক প্রঃ বডি মোস্তাক(৫২), পিতা-মৃত কাদের মিয়া, সাং-বড় পকুর পাড়, মসজিদের পিছনের বাড়ী, ৭৪. হাসান খসুরু(৬৫), পিতা-মৃত জিন্নাতুর রহমান, সাং- দক্ষিন চর্থা (সৈয়দবাড়ী), ৭৫. রাকিবুল ইসলাম জুবায়ের(২৬), পিতা-বাবুল মিয়া, সাং-ধর্মপুর(কলেজ রোড), ৭৬. সাকিব(৩২), পিতা-মৃত সফিক মিয়া, সাং- মনোহরপুর , ৭৭. শহীদুল ইসলাম চপল(৪৭), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং-ধর্মপুর, কলেজ মোড়,৭৮. জহিরুল ইসলাম(৪৩), পিতা-মৃত আব্দুল বারেক, সাং-ধর্মপুর, কলেজ মোড়, ৭৯. ফখরুল ইসলাম রুবেল(৪০), পিতা-মৃত আব্দুল বারেক, সাং-ধর্মপুর, কলেজ মোড়, ৮০. ইব্রাহিম খলিল জনি(৩৫), পিতা-মৃত হোসেন ড্রাইবার, সাং-ধর্মপুর, কলেজ মোড়, ৮১. সালাউদ্দিন কালু(৪০), পিতা-মুসলেম মিয়া, সাং-কালিকাপুর (দূর্গাপুর), ৮২. আশিকুল আলম (আশিক)(৭৫), পিতা আলমগীর হোসেন, সাং-ধর্মপুর, (সর্দার বাড়ী, কলেজ মোড়), ৮৩. সোহেল(৩৫), পিতা- মোস্তাক মিয়া, সাং-ধর্মপুর, ৮৪. হাবিবুর(৩৬), পিতা-মৃত মেহের আলী, সাং-ধর্মপুর, ৮৫. স্বপন(৩২), পিতা-কাসেম, সাং-২য় মুরাদপুর, ৮৬. রুবেল খান(৩৫), পিতা-দুলাল খান, সাং-২য় মুরাদপুর, ৮৭. রিপন, পিতা-আলম মিয়া, সাং-ঠাকুরপাড়া, ৮৮. আবদুল কাদের(৬০), পিতা-মৃত ইদু ড্রাইবার, সাং-কুচাইতলি (মধ্যমপাড়া), ৮৯. নুর মোহাম্মদ(৩৫), পিতা-খলিলুর রহমান, সাং-কুচাইতলি (মধ্যমপাড়া), ৯০. জন(৩৮), পিতা-মামুন মিয়া, সাং-মুন্সেফ বাড়ী,৯১. শাহজাহান সাজু মেম্বার(৪০), পিতা-মৃত অহিদ মিয়া, সাং-বারপাড়া, ৯২. মাসুক(৩৫), পিতা-আ: হালিম ব্যাপারী, সাং-বারপাড়া(বিষ্ণপুর), ৯৩. দুলাল(৫৫)(পিএস,এমপি), পিতা-অজ্ঞাত, সাং-উজির দিগীর পাড়, ৯৪. দেলোয়ার হোসেন জুনু, পিতা-মৃত লেদু মিয়া, সাং-সংরাইশ (মজুমদার বাড়ী),৯৫. আলামীন, পিতা-মৃত ইদু মিয়া, সাং-সংরাইশ (ছালেয়া স্কুল গলি), ৯৬. মো: হেলাল(৪৫), পিতা-আবুল কাশেম, সাং-২য় মুরাদপুর, ৯৭. মো: রানা, পিতা-আলী হোসেন, সাং-টিক্কারচর, ৯৮. মাসুক, পিতা-শাহআলম, সাং-কাশারী পট্টী, ৯৯. সৈয়দ মোহাম্মদ পারভেজ(৪৫), মৃত রশিদ মেম্বার, সাং- শুভপুর, ৬নং ওয়ার্ড, ১০০. মামুন (৪২), পিতা-মৃত হারুন মিয়া, সাং-সুজানগর (লস্কর পুকুর পাড়), ১০১. হাবিব কেসি (৩৫), পিতা-মৃত সেলিম মিয়া, সাং-সুজানগর (লস্কর পুকুর পাড়), ১০২. হেলাল(৪২), পিতা-অজ্ঞাত, সাং-ঠাকুরপাড়া (মদিনা মসজিদ রোড), ১০৩. সেলিম মিয়া (৪৮), পিতা-মৃত লাল মিয়া, সাং-সুজানগর (লস্কর পুকুর পাড়), ১০৪. আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ(৫৭)(আহবায়ক যুবলীগ), পিতা-মেতু মিয়া, সাং-মুরাদপুর, ১০৫. মোবারক হোসেন, পিতা-সেকান্দর আলী, সাং-পাথুরিয়া পাড়া, ১০৬. মুরাদ মিয়া(৫০), পিতা-মৃত খলিলুর রহমান, সাং-কালীয়াজুড়ী, ১০৭. সুমন জহিরুল ইসলাম(৩৫), পিতা- রুক মিয়া, সাং-আড়াইওড়া, ১০৮. আক্তার হোসেন(৪৫), পিতা-মোবারক আলী, সাং-পাঁচথুবী, ১০৯. কাইয়ুম, পিতা-কামাল হোসেন (ড্রাইভার), সাং-ছোটরা (পূর্ব পাড়া, জংলী বিবির বাজারের উত্তর পাশে), ১১০. শাহিন (৪০), পিতা-শাহজাহান সাজু, সাং- ছোটরা পূর্ব পাড়া, জংলি বিবির মাজারের উত্তর পাড় ১১১. রাজন (৩২), পিতা : মৃত মতিউর রহমান মতিন, সাং ছোটরা মধ্যপাড়া (মসজিদের পিচনে) ১১২. সাইফুল (৪০) , পিতা - শাহ আলম, সাং- ছোটরা পূব পাড়া, ১১৩. রাশেদ, পিতা - কাদু মিয়া, সাং ছোটরা (কোনার বাড়ী), ১১৪. রিয়াদ (জাম্বুরা) (মুদি দোকানদার) পিতা- শহিদ মিয়া, সাং ছোটরা পূব পাড়া, ১১৫. ইকবাল, পিতা মৃত হাকিম মিয়া, সাং মফিজাবাদ কলনী, ১১৬. ফারুক (টুবলা/টেমা ফারুক), পিতা: ইসমাইল মিয়া (মৃত), সাং- ছোটরা, ১১৭. অদুদ, পিতা- ইদ্রিস মিয়া, সাং ছোটরা পশ্চিম পাড় ( প্রফেসার গলি) কোনার বাড়ি, ১১৮. হেলাল, পিতা রাজা মিয়া, সাং মফিজাবাদ কলনী, ১১৯. ছামসু, পিতা ভূইয়া মিয়া, সাং পশ্চিম পাড়া (ছাটরা ( প্রফেসার গলি) কোনার বাড়ি, ১২০. জাহাঙ্গীর আলম ভূইয়া, পিতা রফিক মিয়া (লেবু মিয়া), সাং ৬নং ওয়াড সংরাইশ পূরব পাড়া, ১২১. মো: মামুন মিয়া (৪৪), পিতা- দৌলত মিয়া, সাং শাসনগাছা মিরজার পাড়, ১২২. মো: জাহের হোসেন (৪২), পিতা মান্নান মিস্ত্রি, সাং শাসনগাছা উত্তর পাড়া, ১২৩. মো: জুয়েল(৩৮), পিতা-মৃত আব্দুল হক, সাং শাসনগাছা মধ্যপাড়া, ১২৪. আজিজ মিয়া(৪০), পিতা-রুস্তম আলী, সাং-কালিয়াজুরী, ১২৫. আনিছুর রহমান টিটু (৫০), পিতা-মৃত ছুন্নু মিয়া, সাং শাসনগাছা মধ্যপাড়া, ১২৬. মো: শহিদ মিয়া (৪৩), পিতা-মৃত মো: আইয়ুব আলী, সাং-শাসন গাছা মধ্যপাড়া, ১২৭. মশিউর (৪২), পিতা মৃত খলিল মিয়া, সাং শাসন গাছা, মধ্যপাড়া, ১২৮. জনি (৩৪), পিতা মোহাম্মদ মিয়া , সাং শাসনগাছা, লিুপি মেম্বার বাড়ী, ১২৯. সুমন (৩০), পিতা দৌলত মিয়া, সাং- শাসনগাছা মিজা পাড়া, ১৩০. মিজান (৩০), পিতা রবু মিয়া, সাং- শাসনগাছা, মিরজাপাড়া, ১৩১. অনিক (২২), পিতা-শামীম, সাং-শাসনগাছা, মিরজা পাড়া, ১৩২. আজাদ (৩৫), পিতা চারু মিয়া, সাং- শাসন গাছা মিরজা পাড়া, ১৩৩. খছরু (৪৫), পিতা- হিরন মিয়া, সাং- শাসনগাছা মিরজা পাড়া, ১৩৪. ছামি, পিতা ছাত্তার মিয়া, সাং শাসন গাছা, উত্তর পাড়া (ব্রাক ব্যাংক গলি), ১৩৫. শাদিন, পিতা মৃত বাদল মিয়া, সাং শাসনগাছা রেল লাইন, ১৩৬. পাবেল (৩০) পিতা: মৃত সুজা মিয়া, সাং শাসন গাছা মিরজা পাড়া, ১৩৭. জয়নাল (২০), পিতা-মৃত রবু মিয়া, সাং-শাসন গাছা মিরজা পাড়া, ১৩৮. তুহিন (২৫), পিতা- শাহিন মিয়া, সাং-শাসন গাছা মধ্য পাড়া, ১৩৯. কাজী শাহাদাত (৪০), পিতা- মৃত কাজী সুলতান, সাং- মুরাপাড়া, ১৪০. রাজু ওরফে টোকাই রাজু, পিতা মকসুদ মিয়া, সাং বউবাজারের গলি, দক্ষিণ চরথা, হো”চামিয়া লুৎফুন্নেছা ১৪১. সিদ্দিক, পিতা-অজ্ঞাত, সাং- বৌবাজার, দ: চরথা, ১৪২. আহসান হাবিব, পিতা মৃত আহসান মিয়া, সাং দক্ষিণ চরথা পশ্চিম পাড়া, ১৪৩. মঞ্জুরুল কাদের মনি(৫২)(কাউন্সিলর), পিতা-অজ্ঞাত, সাং-ঝাউতলা (১০নং ওয়ার্ড), ১৪৪. ফরহাদ উল্লাহ(৪০), পিতা- আতিক উল্লাহ, সাং-মনোহরপুর (মুন্সেফবাড়ী), ১৪৫. রোকন উদ্দিন আবির(৩৫), পিতা মৃত সেলিম মিয়া, সাং-দক্ষিন চর্থা (পশ্চিম পাড়া), ১৪৬. শাহরিয়ার সাফি (২৫), পিতা আব্দুল্লাহ, সাং-দক্ষিন চর্থা (জসিম কমিশনারের বাড়ির পাশে ১৪৭. ফাহিম(২৭), পিতা মহসীন মিয়া, সাং-দক্ষিন চর্থা (হো”চামিয়া স্কুল এর পিছনের গলি), ১৪৮. জামাল(৩৫) (অস্ত্রধারী) পিতা- অজ্ঞাত, সাং-দক্ষিন চর্থা (হাফেজ বাড়ির ভাড়াটিয়া), ১৪৯. ভুট্টু (৫০), (অর্থ ও অস্ত্র যোগানদাতা), পিতা: মত সুলতান মিয়া, সাং-দক্ষিণ চর্থা, ১৫০. মীর হোসেন মিরু (৫৫), পিতা মত সলতান মিয়া, সাং -দক্ষিণ চর্থা, ১৫১. শেখ মানিক(৩৫), পিতা-অজ্ঞাত, সাং-দক্ষিণ চর্থা (বড় পুকুর পাড়), ১৫২. জাকির(৪৮), পিতা- বুলু মিয়া, সাং -২য় মুরাদপুর, ১৫৩. জাহের, পিতা- মৃত আঃ রশিদ, সাং-মান্দারীয়া, থানা-চৌদ্দগ্রাম, ১৫৪. নয়ন(৩৪), পিতা-শ্যামল, সাং-ঠাকুরপাড়া মদিনামসজিদ,১৫৫. মো: কাউসার, পিতা: মৃত আবিদ আলী, গোবিন্দপুর, সাং- খলিফা বাড়ি, ১৫৬. সাইফুল ইসলাম ডালিম, মৃত আবিদ আলী, গোবিন্দপুর খলিফা বাড়ি, ১৫৭. রায়হান খন্দকার শিশির, পিতা : মৃত কুদ্দুস খন্দকার, গোবিন্দপুর, খলিফা বাড়ি, ১৫৮. মেজবাহ উদ্দিন(৪৩), পিতা-ওয়াহিদুর রহমান, গ্রাম-সুবর্ণপুর, ৫নং পাঁচথুবী ইউপি,১৫৯. আক্তার হোসেন(৪৪), পিতা মৃত আনু মিয়া, সাং-বিষ্ণুপুর মধ্য পাড়া ,১৬০. ইয়াসিন(৪৭), পিতা সেকান্দর মিয়া, সাং-বিষ্ণুপুর মধ্য পাড়া ১৬১. সিরাজ পিতা, মৃত কেনু মিয়া, সাং- বিষ্ণুপুর মধ্যপাড়া ১৬২. মোরশেদ মিয়া(৫০), পিতা- মৃত মালু মিয়া, সাং ভাটপাড়া, পশ্চিম পাড়া, ১৬৩. রবিন(২৩) পিতা- শানু মিয়া, সাং- বিষ্ণপুর মধ্য পাড়া, ১৬৪. মোঃ নাহিদ(৩৫), পিতা-ছিদ্দিকুর রহমান, সাং-আড়াইওড়া (মোল্লা বাড়ী), ১৬৫. অঞ্জন সরকার, পিতা- অজ্ঞাত, সাং- উত্তর ঠাকুরপাড়া, ১৬৬. মো: রবিন হোসেন, পিতা আব্দুল কুদ্দস, সাং-মধ্যম আশ্রাফপুর, মির পুকুর পাড়,
১৬৭. মীর কাসেম(৪০), পিতা: মৃত নাসির উদ্দিন, সাং-নেউরা, থানা-সদর দক্ষিন, ১৬৮. জাকির হোসেন (৪৮), পিতা: আবদুল মান্নান, সাং-নেউরা, থানা-সদর দক্ষিন, ১৬৯. আরিফুল(৩৫), পিতা-রফিক মিয়া, সাং-রাজাপাড়া,থানা- সদর দক্ষিণ, ১৭০. রাসেল(৩২), পিতা- বিল্লাল মিয়া, সাং-রাজা পাড়া, থানা- সদর দক্ষিণ
১৭১. নিজামুল হক মজুমদার(৪০), পিতা: আব্দুল হাকিম মজুমদার, সাং-ঢুলিপাড়া, ১৭২. ইমরান হোসেন মাহমুদ (৩০) পিতা-মৃত রুপ মিয়া, সাং-রায়পুর (২৭নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিন, ১৭৩. অভি (৩২), পিতা- কামাল হোসেন, সাং- বিষ্ণপুর মধ্যপাড়া, ১৭৪. মো: সহিদ (এম.আলি কন্সট্রাকসন), পিতা- এম. আলি, সাং- টমছমব্রীজ,
১৭৫. মাহবুল হক (৫৫), পিতা- বাবুল মিয়া, সাং- উলুরচর (প্রকাশে মোহাম্মদপুর), ১৭৬. মো: নাছিম, পিতা- নুরুল ইসলাম, সাং- ধনপুর ২৫নং ওয়াড পুরান চৌয়ারা, ১৭৭. মো: মেহেদী, পিতা খোকন মিয়া, সাং শ্রীভল্লবপুর ২২নং ওয়াড, ১৭৮. সাইফুদ্দিন, পিতা- মৃত আব্দুল কাদের, সাং-ছোটরা (মালেকা মমতাজ স্কুল রোড), ১৭৯. অঞ্জন, পিতা-মৃত আব্দুল কাদের, সাং-ছোটরা (মালেকা মমতাজ স্কুল রোড), ১৮০. শরীফ আহম্মেদ, পিতা- মৃত বা”চু মিয়া, সাং- আমড়াতলী, ১৮১. মো: জসিম কবিরাজ(৫৫), পিতা- মৃত অহিদ মিয়া কবিরাজ, সাং মাঝি গাছা, ১৮২. মাহে আলম(৫৬), পিতা-আবদুস সালাম, সাং-আমড়াতলী, ১৮৩. মাহবুব ভূইয়া, পিতা-মৃত মো: ইহসাক মিয়া, সাং- শিমপুর, ১৮৪. মো: আবুল কালাম আজাদ সুমন(৪৪), পিতা-মৃত তাহের বিডিয়ার, সাং-বানাশুয়া, ১৮৫. মনিরুজ্জামান মনির (৫৬), মৃত ছিদ্দিকুর রহমান, সাং-শিমপুর, ১৮৬. সীমান্ত(২৪), পিতা-মনিরুজ্জামান, সাং-শিমপুর, ১৮৭. ওমর সানি(৩৭), পিতা-মহসিন মিয়া, সাং-২য় মুরাদপুর, ১৮৮. আউল্লা রিপন(৪৫), পিতা-অজ্ঞাত, সাং-মনোহরপুর (মুন্সেফবাড়ী), ১৮৯. আরিফুর রহমান(৩৪), পিতা-জলিল, সাং-২য় মুরাদপুর, ১৯০. সৈকত(২৮), পিতা ফারুক মিয়া, সাং-২য় মুরাদপুর, ১৯১. শাহজাহান সাবা(৪৩), পিতা মৃত কালা মিয়া, সাং- ২য় মুরাদপুর (বটতলা দ: পাড়া), ১৯২. সহিদ ওরফে বাইট্টা সহিদ, পিতা অজ্ঞাত, সাং- ২য় মুরাদপুর ১৯৩. রবিন, পিতা-জামাল মিয়া, সাং-থিরাপুকুর পাড়, ১৯৪. পিয়াস, পিতা-রফিক মিয়া, সাং-থিরাপুকুর পাড় (ভেন্ডার বাড়ী), ১৯৫. জাকির(৩৭), পিতা-সুলু মাহাজন, সাং-শাকতলা, থানা-সদর দক্ষিণ, ১৯৬. নাজমুল হোসেন(৩৫), পিতা মৃত দিল মোহাম্মদ দিলু, সাং-পূর্ব চান্দপুর (মহাজন বাড়ী), ১৯৭. বাপ্পি খন্দকার(৩৫), পিতা-মৃত বাহার উদ্দিন খন্দকার, সাং-পূর্ব চান্দপুর (খন্দকারবাড়ী), ১৯৮. তুহিন খন্দকার(৩২), পিতা- ফরিদ উদ্দিন খন্দকার, সাং-পূর্ব চান্দপুর (খন্দকার বাড়ী), ১৯৯. আমিনুল ইসলাম ইকরাম(৪৪)(কাউন্সিলর), পিতা-মৃত রমজান মাষ্টার, সাং- পূর্ব চান্দপুর, ২০০. নুরুজ্জামান প্রঃ শরমিন(৪৫), পিতা-মৃত আরব ওহাব টুকু মিয়া, সাং-পূর্ব চান্দপুর(মহাজন বাড়ীং সংলগ্ন), ২০১. মো: পারভেজ, পিতা মৃত আ: রশিদ, সাং শুভপুর বাগান, ২০২. তামিম চৌধুরী (৩২), পিতা- অজ্ঞাত, সাং- শুভপুর, ২০৩. রহিম উল্লাহ (৪২), পিতা: মত আব্দুল, শুভপুর, সরদার বাড়ি, ২০৪. জাকির হোসেন, পিতা-আনোয়ার হোসেন, সাং-পূর্ব চান্দপুর, ২০৫. হেলাল উদ্দিন(৩৫), পিতা-মৃত আবুল কাশেম, সাং-মুরাদপুর(স্কুলের গলি),
২০৬. মো: জুম্মন(২৩), পিতা মনু মিয়া, সাং-মুরাদপুর(মুরগির ফার্ম), ২০৭. তাজুল ইসলাম মেম্বার(৪০), পিতা-সুরুজ মিয়া, সাং-নোয়াপাড়া, ২০৮. আবদুল মালেক ভূঞা, পিতা- মৃত আশু মিয়া ভূঞা, সাং-শ্রীবল্লভপুর (পশ্চিমপাড়া), থানা-সদর দক্ষিন, ২০৯. গাজী ছাদেকুর রহমান(৫২), পিতা মৃত বন্দে আলী, সাং-শ্রীবল্লভপুর, থানা-সদর দক্ষিন, ২১০. খন্দকার শরিফুল ইসলাম বাদল, পিতা- অজ্ঞাত, সাং - ঝাউতলা, সামছুল হক রোড, ২১১. মো: হানিফ দুলাল, পিতা অহিদুর রহমান কবিরাজ, সাং- শ্রী বলভপুর, থানা-সদর দক্ষিন, ২১২. আব্দুল্লাহ আল মামুন(৪০), পিতা-মৃত সেকান্দর আলী মাস্টার, সাং-টাওয়ারের পিছনে, ২১৩. আবদুস ছাত্তার কাউন্সিলর(৫০),পিতা-মৃত মšদ মিয়া, সাং-গোয়ালমতন, ২৬নং ওয়ার্ড, থানা-সদর দক্ষিন, ২১৪. মো: আব্দুল হামিদ(৪০), পিতা-মদন মিয়া, সাং-ছোটরা, ২১৫. আবদুল হালিম, পিতা-আ: মালেক, সাং-কচুয়া (২২নং ওয়ার্ড). ২১৬. মো: জাফর আহা: শিপন, পিতা-ফজল হক, গ্রাম-দ: বিজয়পুর (রাঙ্গামু ২১৮. মো: হাসান(৩০), পিতা-তানজির আহাম্মদ, সাং-মুন্সিবাড়ী মোস্তফাপুর, (গোপিনাথপুর), ২১৯. মো: শাখাওয়াত হোসেন (৪০), পিতা-নজির আহা, সাং-শ্রীবল্লভপুর (সওদাগর বাড়ী), থানা-সদর দক্ষিন, ২২০. সুমন দাস, পিতা-যোগেশ চন্দ দাস, সাং-শ্রীমন্তপুর, ২২১. রাফি হোসেন (২৪), পিতা-ইসহাক মাষ্টার, সাং-শ্রীমন্তপুর, ২২২. মো: শাহাজান (৫০), পিতা- জুনাব আলী, সাং-লক্ষিপুর ২২নং ওয়াড, ২২৩. মনির হোসেন (৪৫), পিতা- মৃত আছিম উদ্দিন, সাং-কচুয়া চৌমুহনী, ২৭ নং ওয়াড, ২২৪. আনিছুর রহমান সাব্বির(৩০), পিতা-আজাদ হোসেন, সাং-শ্রীবল্লভপুর, ২২৫. মো: নাজমুল হাসান পিতা জয়নাল আবেদীন, সাং শ্রীমন্তপুর ২২ নং ওয়াড, ২২৬. তানিম, পিতা- জলিল, সাং আশ্রাফপুর, ২২৭. সাইফুল ইসলাম, পিতা জয়নাল আবেদীন, সাং শ্রীমন্তপুর, ২২নং ওয়াড ২২৮. রুবেল (৪০), পিতা মুমিন মিয়া, সাং দুরগাপুর, ২২ নং ওয়াড ২২৯. সেকান্দর আলী (৫৫)(সাবেক চেয়ারম্যান), পিতা-আব্দুর রহমান, সাং-ধনুয়াখোলা, ১নং কালীর বাজার,২৩০. মাহাবুল হক রানা(৩৫), পিতা বাবুল মিয়া, সাং-মোহম্মদপুর, পো: বাজার চৌয়ারা, ২৩১. মো: নাজমুল হাসান শামীম, পিতা-মৃত আ: হালিম, সাং-জাঙ্গালীয়া, ২১নং ওয়ার্ড,
২৩২. হালিম(৫৫), পিতা-অজ্ঞাত, সাং-দিশাবন (দক্ষিণপাড়া, ২০নং ওয়ার্ড),২৩৩. জালাল(৩৪), পিতা-অজ্ঞাত, সাং-দিশাবন (দক্ষিণপাড়া, ২০ নং ওয়ার্ড), ২৩৪. আলম মোস্তফা(৫০), পিতা-মৃত আলী আক্কাস, সাং-দিশাবন (দক্ষিণপাড়া ২০নং ওয়ার্ড), ২৩৫. হারুন মাষ্টার, পিতা-অজ্ঞাত, সাং-দিশাবন (দক্ষিণপাড়া ২০নং ওয়ার্ড), ২৩৬. নাহিদ(২৮), পিতা- সিদ্দিকুর রহমান, গ্রাম-আড়াইউড়া (পূর্বপাড়া, বিদ্যাসগর রোড মোল্লাবাড়ি), ২৩৭. আনিছুজ্জামান, পিতা-মৃত আক্তার হোসেন, সাং-নন্দনপুর, ২৩৮. নাসির, পিতা-আবু তাহের, সাং-নন্দনপুর, ২৩৯. বাদল, পিতা শাহজাহান, সাং-চান্দিনা, ২৪০. মামুন প্রকাশ ভুকাল মামুন(৪০), পিতা-ফরুক মিয়া, সাং-দক্ষিণ চর্থা(সরদার বাড়ী), ২৪১. তানভির(২৫), পিতা-জাকির হোসেন, সাং-বাতাবাড়িয়া, ২৪২. মো: মালেক(৫৫), পিতা- মৃত আব্দুস সাত্তার, সাং- আড়াইওরা (মধ্যপাড়া ভূইয়া বাড়ি), ২৪৩. আসলাম মেম্বার(৪০), পিতা- আসকর খান, সাং- আড়াইওরা (খান পাড়া), ২৪৪. মো: ফিরোজ মিয়া(৬০), পিতা-অজ্ঞাত, সাং-আড়াইওরা (পশ্চিম পাড়া, চেয়ারম্যান বাড়ী সংলগ্ন), ২৪৫. তোফায়েল(৪৩) (অস্ত্র), পিতা মৃত সুরুজ মিয়া, কালিয়াজুরী, উত্তর বড় বাড়ী, শিল বাড়ী রোড, ২৪৬. কামাল(৫২), পিতা-মৃত আলী মিয়া, সাং-কালিয়াজুড়ী, হাফেজ গলি রোড, ২৪৭. রাহাদ(৪৩) পিতা- বশির মিয়া, সাং-কালিয়াজুড়ি, , ২৪৮. রিমন (৩২) পিতা-মৃত মতিন মিয়া, সাং-কালিয়াজুড়ী, হাফেজ গলি, ২৪৯. নাছিম (৪২), পিতা- মৃত সামছুল আলম, সাং-কালিয়াজুড়ী(বড় মাঠের পাশে), ২৫০. হান্নান(৫৮), পিতা-খলিল ড্রাইভার, সাং-কালিয়াজুড়ী (মুরাদ মিয়ার গলি), ২৫১. মেতালেব(৫৫), পিতা-মৃত মনছুর আলী, সাং-কালিয়াজুড়ি, চৌধুরী বাড়ী, ২৫২. কুদ্দুস(৪৩), পিতা-মৃত রোকন মিয়া, সাং-কালিয়াজুড়ি (হাফেজ গলি), ২৫৩. শিমুল হোসেন সওদাগর(৪৩), পিতা-মৃত আম্বর আলী, সাং-কালিয়াজুড়ি (বড় মাঠ), ২৫৪. কাউছারা বেগম সুমী(৪৫)(কাউন্সিলর), পিতা-মৃত কাশেম মিয়া, সাং-কালিয়াজুড়ি (ভূইয়া বাড়ী রোড), ২৫৫. ইকবাল হোসে মিঠু(৩২), পিতা-সিদ্দিুকুর রহমান, সাং-দুতিয়া দীঘিরপাড়, ২৫৬. রুবেল সর্দার(৩৫), পিতা-মৃত আমিনুল ইসলাম, সাং-ধনেশ^র(২৬ নং ওয়ার্ড), থানা-সদর দক্ষিন, ২৫৭. কাউছার আহম্মেদ(৩৫), পিতা-অজ্ঞাত, সাং-চান্দপুর (নাজির পুকুর পাড়), ২৫৮. বিশাল(২৬), পিতা-জলিল মিয়া, সাং- চান্দপুর (মধ্যপাড়া), ২৫৯. আল আমিন শুভ(২৬), পিতা-আনোয়ার মিয়া, সাং-চাঁনপুর(মধ্যপাড়া), ২৬০. হাফিজ মেম্বার(৪৮), পিতা-মৃত আমিন মিয়া, সাং-শ্রীপুর, ২৬১. আব্দুল্লা আল মাহফুজ, পিতা-আব্দুল ওহাব, সাং-শ্রীদেবপুর (কোট বাড়ী), ২৬২. দিদারুল আলম(৪২), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-উত্তর রামপুর,২২নং ওয়ার্ড, ২৬৩. মো: আজিম (৪২), পিতা: মৃত খোরশেদ আলম, সাং- বারপাড়া, পো: চাপাপুর, ২৬৪. পাভেল, পিতা-কবির উদ্দিন, সাং-দক্ষিণ চর্থা, ২৬৫. তাহসিফ রেজা আকাশ, পিতা-আবু সাঈদ, সাং-রেইসকোর্স, ২৬৬. আল আমিন(২৫), পিতা-রফিকুল ইসলাম, গ্রাম-দক্ষিণ চর্থা (থিরাপুকুরপাড়, বেন্ডার বাড়ী), ২৬৭. হাসান, পিতা-আরমান হাসান, সাং-শুভপুর (চানপুর), ২৬৮. মাহিন আহম্মেদ পিতা-আব্দুর রজ্জাক, সাং-কাপ্তান বাজার, ২৬৯. ইসতিয়াক, পিতা-কবির হোসেন, সাং-দক্ষিন চর্থা, ২৭০. আপন, পিতা-জাকির হোসেন, সাং-নুরপুর চৌমুহুনী, ২৭১. নবির দত্ব, পিতা-তৃদিপ দত্ব প্রকাশ বাপ্পি, সাং-মনোহরপুর, ২৭২. মহি উদ্দিন ফয়সাল মাহি, পিতা, আব্দুল মতিন, সাং শ্রীপুর বড় বাড়ী, ওয়াড ৩, থানা চৌদ্দগ্রাম ২৭৩. জামাল উদ্দিন ফাহিম, পিতা: শাহজাহান, সাং সাতরা, ২৭৪. নাসির উদ্দিন নাজিম (৫৮), কাউন্সিলর ৪নং ওয়াড কাপ্তান বাজার, ২৭৫. গোলাম সিদ্দিকী পলিন, পিতা- মৃত আব্দুল জব্বার, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার, ২৭৬. শাহরিয়ার রিপন (৪৫), পিতা- আব্দুল মান্নান, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার ২৭৭. আসাদ হোসেন রাসেল (৪২), পিতা- আইয়ুব আলী, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার, ২৭৮. কামাল উদ্দিন ভেন্ডার মেম্বার(৫৫), পিতা-মৃত আব্দুল মজিদ, সাং-রত্নবর্তী (বড় বাড়ী), ২৭৯. আনোয়ার হোসেন মিঠু (৪২), পিতা- মৃত আমির হোসেন, সাং-মোগলটুলী, ২৮০. আসাদ হোসেন অভি, পিতা-মৃত মহিউদ্দিন, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার ২৮১. কাজী সোহেল হায়দার (৫৬) (মহানগর কৃষকলীগ সাধারন সম্পাদক) , পিতা মৃত জুলফিকার হায়দার, সাং- ধর্মসাগরপাড়, ২৮২. মো: মাহিন আহম্মেদ (২৫), পিতা মৃত আব্দুর রাজ্জাক সাং- ৪নং ওয়াড কাপ্তান বাজার,২৮৩. বাবু (৩৭), পিতা- মনিরুল ইসলাম, সাং- ডুমিরিয়া, চানপুর, ২৮৪. ফয়সাল, পিতা আনার মিয়া, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার ২৮৫. মো: রিয়াদ (৩৫), পিতা : আবু ফয়েজ, সাং ৪নং ওয়াড কাপ্তান বাজার ২৮৬. কামরুল হাসান ঈদন মেম্বার (৫০), পিতা আবদুর রহমান, সাং পূর্ব কালিকাপুর (পাচথুবী), ২৮৭. জমির উদ্দিন খান জম্পি (৫২) (কাউন্সিলর ৯নং ওয়ার্ড), পিতা- অজ্ঞাত, সাং- বাগিচাগাও, ২৮৮. বোরহান উদ্দিন (৪৫), পিতা- মৃত শহিদুল ইসলাম চৌধুরী, সাং ছোবহানিয়া মসজিদের পাশে, ২৮৯. বাপ্পি খন্দকার (যুবলীগ নেতা), পিতা- অজ্ঞাত, সাং চানপুর,২৯০. সোহান চৌধুরী, পিতা- সেলিম চৌধুরী, সাং কিছমত চানপুর, ২৯১. খন্দকার বাপ্পি (৪০), পিতা- অজ্ঞাত, সাং- সুবর্ণপুর, ২৯২. রিফাত (৪০), পিতা- অজ্ঞাত, সাং- সুবর্ণপুর, ২৯৩. সৈয়দ নুরুর রহমান(৫৫), পিতা- সৈয়দ মিজানুর রহমান, সাং- ছোটরা, রাজিয়া ভিলা, ২৯৪. মো: জিয়ায়ুল হাসান চৌধুরী সোহাগ (৩৯), পিতা- মো: শাহজাহান চৌধুরী, সাং- চাড়ানল, বুড়িচং, ২৯৫. এসএম মহিন(৩৮), পিতা-মাওলানা আব্দুর রশিদ, সাং-খয়রাবাদ (গঙ্গামন্ডল), থানা-দেবিদ্বার, বর্তমান-শাসনগাছা(আনোয়ার হাউজিং,খান ভিলা ৫ম তলা), ২৯৬. আনোয়ার হোসেন মেম্বার(৫৫), পিতা-মৃত আয়াত আলী, সাং-শিমরা, আমড়াতলী, ২৯৭. মোঃ নুরুজ্জামান সুজন(২৮), পিতা-ফরিদ উদ্দিন, সাং-উত্তর রসুলপুর (ডুলিপাড়া, প্রকাশ ঢুলিপাড়া), ২৯৮. সালেহীন সাহের(৩৫), পিতা-মৃত ওমর ফারুক, সাং-মনোহরপুর (মুন্সেফবাড়ী), ২৯৯. লিটন মিয়া(৪৮), পিতা-মন্তাজ মিয়া, সাং-কালীয়াজুরী, ৩০০. মোঃ আব্দুল কাইয়ুম(৫০), পিতা-আব্দুল মালেক, সাং-দৌলতপুর মোড়, ৩০১. মো: দেলোয়ার হোসেন (৪২), পিতা- আলি আহম্মদ, সাং- শ্রী বলভপুর, থানা-সদর দক্ষিন, ৩০২. খোরশেদ আলম (৪৫), পিতা- মৃত আক্তারুজামান, সাং- দক্ষিণ গোপাল নগর, চৌয়ারা, ৩০৩. মো: মারুফুজ্জামান সৌরভ (২৩), পিতা- অজ্ঞাত, সাং-গোপিনাথপুর (মোস্তফাপুর), ৩০৪. জাকির হোসেন(৪৮), পিতা-মৃত আমির হোসেন, সাং-মোগলটুলি, ৩০৫. চিত্তরঞ্জন ভৌমিক(৫৫), পিতা-মৃত গোপাল কৃষ্ণ ভৌমিক, সাং-কান্দিরপাড় রামঘাটলা, ৩০৬. এমদাদ উল্যা(৪৮), পিতা-আঃ হালিম, সাং-লইপুরা লক্ষীপুর, থানা-সদর দক্ষিন, ৩০৭. মোঃ জাকির ভূইয়া(৩৫), পিতা-মৃত ফরিদ মিয়া ভূইয়া, সাং-গোলাবাড়ি, ৩০৮. নাঈম গাজী(২৬), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-উত্তর রামপুর, ২২নং ওয়ার্ড, ৩০৯. মোশারফ হোসেন(২৮), পিতা-টুনু মিয়া, সাং-মির্জানগর, আমড়াতলী, ৩১০. সরোয়ার শাকিল(২৫), পিতা-আব্দুল কুদ্দুস, সাং-জামবাড়ী, আমড়াতলী, ৩১১. আরিফ হোসেন(২৫), পিতা-শাহআলম সাকুর মিয়া, সাং-জামবাড়ী, আমড়াতলী, ৩১২. মাছুম নুরুদ্দিন(২৪), পিতা-ফরিদ উদ্দিন, সাং-তৈলকুপি, আমড়াতলী, ৩১৩. আশিক(২৫), পিতা-বাহালুল, সাং-মনিপুর, সাং-আমড়াতলী, ৩১৪. মো: সজিব(২৪), পিতা-মো: কামাল মিয়া, সাং-জামবাড়ী, আমড়াতলী, ৩১৫. বিল্লাল হোসেন সুহেলী(৫২), পিতা-মুর্তুজ আলী মাস্টার, সাং-ইলাশপুর, আমড়াতলী, ৩১৬. সবুজ মিয়া(৩০), পিতা-মানিক মিয়া, সাং-ভুবনঘর (মধ্য পাড়া), আমড়াতলী, ৩১৭. নুরু ইসলাম(৫০), পিতা-অজ্ঞত, সাং-ভুবনঘর (বিষ্ণপুর), আমড়াতলী, ৩১৮. আকবর হোসেন(৩০), পিতা-আব্দুস সাত্তার, সাং-ঝাকুনিপাড়া, চাপাপুর, ৩১৯. কাশেম(৪৭), পিতা-মুক্তুল হোসেন, সাং-আমড়াতলী, ৩২০. আব্দুল হান্নান জাহাঙ্গীর(৪৬), পিতা-আব্দুল লতিফ, সাং-বাশমঙ্গল, ৩২১. মো: ইজাজ(২৬), পিতা-মঈন উদ্দিন, সাং-শিমপুর, ৩২২. আক্তার হোসেন(৪৫), পিতা-অজ্ঞাত, সাং-১ম কান্দিরপাড়(টাউন হল কলোনী), ৩২৩. আবুল কালাম আজাদ(৩৪), পিতা-মো: আব্দুল হাকিম, সাং-বানাশুয়া, ৩২৪. বিল্লাল হোসেন মেম্বার (৫১), পিতা-মৃত সেকান্দর আলী, সাং-আলেখাড়চর, ৩২৫. আবুল হোসেন মেম্বার(৪৬), পিতা-আব্দুল হাকিম, সাং-আলেখাড়চর, ৩২৬. আব্দুল কাদের (৪৮), পিতা-আব্দুল হক, সাং-আলেখাড়চর, ৩২৭. আলমগীর হোসেন(৪০), পিতা-সিরু মিয়া, সাং-আলেখাড়চর, ৩২৮. আল্লাদ(৩০), পিতা-রায়হান, সাং-দক্ষিণ চর্থা(চৌমুহনী), ৩২৯. জানে আলম(৫৬), পিতা-মৃত আব্দুস সালাম, সাং-মাঝিগাঁঁছা, ৩৩০. আকসির মিয়া(৪৪), পিতা-মৃত আব্দুল হাকিম, সাং-মাঝিগাছা, ৩৩১. মো: মোজাম্মেল(৩৪), পিতা-নুরে আলী, সাং-মাঝিগাছা, ৩৩২. মোঃ হানিফ মিয়া প্রঃ হুন্ডা হানিফ(৩৫), পিতা-অজ্ঞাত, সাং-সুজানগর(সুন্নিয়া জামে মসজিদ রোড, ৩৩৩. মো: রিংকু(৪৩), পিতা-মৃত কাজী ওসমান, সাং-কাপ্তানবাজার(মাজারের উল্টা পাশে), ৩৩৪. মো: সোহেল(৪০), পিতা-মৃত আনু মিয়া, সাং-ভাটারপুকুর পাড়, কাপ্তান বাজার, ৩৩৫. মো: ইদ্রিস(৪০), পিতা-মৃত সিদ্দিক মিয়া, সাং-সুজানগর, ৩৩৬. মো: রাপ্তি(৩০), পিতা-মৃত মনির খাঁন, সাং-পশ্চিম বাগিচাগাঁও, ৩৩৭. সোহেল টেইলাস(৪০), পিতা-রফিক, সাং-পশ্চিম বাগিচাগাঁও, ৩৩৮. মো: এনাম(৩০), পিতা: খোকন, সাং-পশ্চিম বাগিচাগাঁও, ৩৩৯. মো: সোহেব(৩২), পিতা-কচি মিয়া, সাং-পশ্চিম বাগিচাগাঁও, ৩৪০. মো: ইমন(৩৫), পিতা-নজরুল ইসলাম, সাং-চকবাজার, বালুরধুম, ৩৪১. আকরাম(৪০), পিতা-আসলাম, সাং-কাসারিপট্টি, ৩৪২. মো: নাজুল হাসান সরদার(৫০), পিতা-হাজী মফিজুল ইসলাম, সাং-আরিপুর, ৩৪৩. হাজী আমির হোসেন(৫৫), সাধারণ সম্পাদক, ১৬নং ওয়ার্ড, পিতা-মৃত আবু মিয়া, সাং-সুজানগর(মৌলভী পাড়া), ৩৪৪. হানিফ মিয়া(৫৫), পিতা-মৃত ফরহাদ মিয়া, সাং-শুজানগর(নলুয়াপাড়া), ৩৪৫. অভি(২৮), পিতা-নজির আহাম্মেদ, সাং-উত্তর চর্থা, ৩৪৬. মো: আবু কাউসার(৪০), পিতা-আব্দুল মান্নান, সাং-জাঙ্গালীয়া, ১নং কালীর বাজার, ৩৪৭. মো: শহিদ মিয়া(৪৩), পিতা-মৃত আইয়ুব আলী, সাং-শাসনগাছা(মধ্যপাড়া), ৩৪৮. সাইফুল ইসলাম সুমন(৪৩), পিতা-রফিকুল ইসলাম চারু, সাং-রত্নবতী, ৩৪৯. মাজহারুল ইসলাম(চেয়ারম্যান), পিতা-মৃত সিরাজুল ইসলাম, সাং-মধ্যম জগদাসার, পো: কালিহাট, থানা-বরুড়া, ৩৫০. মো: দুলাল মিয়া, পিতা-মৃত মোকসেদ আলী(পিয়ন), সাং-আগানগর, পো: হরিপুর, থানা-বরুড়া, ৩৫১. দেলোয়ার হোসেন দেলু(৪০), পিতা-মৃত আব্দুর রশিদ ড্রাইভার, সাং-পাথুরিয়া পাড়া, ১৭ নং ওয়ার্ড, ৩৫২. সোহেল আহমেদ সুমন(৪০), পিতা-সালেহীন আহম্মেদ, সাং-পাথুরিয়া পাড়া, ১৭ নং ওয়ার্ড, ৩৫৩. ইমন সওদাগর(৪০), পিতা-মৃত কাশেম মিয়া, সাং-পাথুরিয়া পাড়া, ১৭ নং ওয়ার্ড, ৩৫৪. মো: খোরশেদ আলম (৪৫), পিতা মৃত আক্তারুজ্জামান সাং- দ: গোপালনগর, ৩৫৫. মো: মাইনুল ইসলাম, পিতা- মৃত আমিনুল ইসলাম, সাং-শ্রীবল্লভপুর (হাজীবাড়ী, ২২নং ওয়ার্ড), ৩৫৬. আমির হোসেন ছিদ্দিক (৪২), পিতা মৃত গফুর মিয়া, সাং-দৌয়ারা, ৩৫৭. আক্তার হোসেন(৪০), পিতা- মোহাম্মদ আলী, সাং-মধ্যম আশ্রাফুর ৩৫৮. মো: রাসেল হাসান(২৭), পিতা-বাবুল মিয়া, সাং-শ্রীমান্তপুর ,৩৫৯. রবিন হোসেন (২৭), পিতা-মৃত আঃ কাদের, সাং-শ্রী�