ক্যারিয়ারেসবশেষ টেস্ট
খেলেছিলেনডারবানে দক্ষিণআফ্রিকারবিপক্ষে, ২০২২ সালেরমার্চে। সে টেস্টে
দুইইনিংসেই দশেরনিচেআউটহনসাদমানইসলাম। একটিছিলডাক। এরপর দলে
জায়গাহারানবাঁহাতি এই ওপেনার।
মাহমুদুলহাসানজয়ের চোটে দীর্ঘ আড়াইবছর পর
টেস্ট দলে ফিরলেন। ফিরেই দারুণ এক ইনিংস খেললেন। কিন্তু তাতেমিশেরইলো
আক্ষেপ। মাত্র ৭ রানেরজন্য যে ক্যারিয়ারেরদ্বিতীয়
সেঞ্চুরিটাকরতেপারলেননাসাদমান।
পাকিস্তানি পেসার মোহাম্মদ আলির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ডহয়েফিরেছেনসাদমান। ১৮৩ বলেতার ৯৩ রানেরইনিংসেছিল ১২টি বাউন্ডারিরমার।
সাদমানআউটহওয়ারপরপরইদ্বিতীয়
সেশনের খেলা শেষ হয়েছে। ৪ উইকেটে ১৯৯ রাননিয়েতৃতীয়দিনেরচা-বিরতিতে গেছে
বাংলাদেশ। মুশফিকুররহিম ১৫ রানেঅপরাজিতআছেন।
বিনা উইকেটে ২৭
রাননিয়েআজশুক্রবারতৃতীয়দিনের খেলাশুরুকরেবাংলাদেশ। দিনেরশুরুতেই উইকেট
হারায়টাইগাররা। নাসিমশাহরকরা ১৭তম ওভারেরপঞ্চমবলে খোঁচাদিয়েউইকেটরক্ষক
মোহাম্মদ রিজওয়ানেরহাতেক্যাচহনওপেনারজাকিরহাসান (৫৮ বলে ১২)।
পিচে
সেটহয়েছিলেনবাংলাদেশ অধিনায়কনাজমুল হোসেনশান্তও। ৪২টি বল খেলে
ফেলেছিলেনতিনি। কিন্তু নিজের ধৈর্যকে দীর্ঘতরকরতেপারলেননাটাইগারঅধিনায়ক। ১৬
রানকরেখুররম শেহজাদেরবলে বোল্ডহনতিনি। ২৭তম ওভারের শেষ বলে দলীয় ৫৩
রানেরমাথায়দ্বিতীয় উইকেট হারায়বাংলাদেশ।
এরপরতৃতীয় উইকেটে প্রতিরোধগড়ে
তোলেনমুমিমুলহকআরসাদমানইসলাম। ৯৪ রানেরজুটিগড়েনতারা। দুজনইপানহাফসেঞ্চুরি।
মুমিনুলঅবশ্য টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফিফটিহাঁকানোরপরইসাজঘরে ফেরতযান।
পাকিস্তানি পেসার খুররম শেহজাদেরবলে বোল্ডহনমুমিনুল, ৭৬ বলে ৫
বাউন্ডারিতেতিনিকরেন ৫০ রান।