রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের ৪৪৮ রানেরজবাবে দারুণ খেলছেবাংলাদেশ। তৃতীয়দিন শেষে ৫ উইকেটে ৩১৬ রানতুলেছেটাইগাররা। বাংলাদেশ এখনপিছিয়েআছে ১৩২ রানে।
ষষ্ঠ উইকেটে ১০২ রানেরজুটিতেঅবিচ্ছিন্নআছেনবাংলাদেশের দুইতারকাব্যাটারমুশফিকুররহিমআরলিটন দাস। দুজনইফিফটিতুলেনিয়েছেন। মুশফিক ৫৫ আরলিটনব্যাটকরছেন ৫২ রাননিয়ে।
এর আগেএকটুরজন্য সেঞ্চুরিমিসকরেনসাদমানইসলাম। ক্যারিয়ারেসবশেষ টেস্ট খেলেছিলেনডারবানে দক্ষিণআফ্রিকারবিপক্ষে, ২০২২ সালেরমার্চে। সে টেস্টে দুইইনিংসেই দশেরনিচেআউটহনসাদমান। একটিছিলডাক। এরপর দলে জায়গাহারানবাঁহাতি এই ওপেনার।
মাহমুদুলহাসানজয়ের চোটে দীর্ঘ আড়াইবছর পর টেস্ট দলে ফিরলেন। ফিরেই দারুণ এক ইনিংস খেললেন। কিন্তু তাতেমিশেরইলো আক্ষেপ। মাত্র ৭ রানেরজন্য যে ক্যারিয়ারেরদ্বিতীয় সেঞ্চুরিটাকরতেপারলেননাসাদমান।
পাকিস্তানি পেসার মোহাম্মদ আলির দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ডহয়েফিরেছেনসাদমান। ১৮৩ বলেতার ৯৩ রানেরইনিংসেছিল ১২টি বাউন্ডারিরমার।
নানামুখীসমালোচনারমুখেপাকিস্তানেরবিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে খেলতে নেমেছেনসাকিবআলহাসান। এর মধ্যে দেশে তারবিরুদ্ধে হত্যামামলাওহয়েছেআওয়ামীলীদেরসাবেক এই সংসদ সদস্যেরবিরুদ্ধে।
এতসবচাপনিয়েব্যাটিংয়েনিজেকে মেলেধরতেপারেননিসাকিব। ১৬ বলে ২ বাউন্ডারিতে ১৫ রানকরেইসাজঘরে ফেরেন দেশসেরাঅলরাউন্ডার। এর আগেবলহাতেওমাত্রএকটি উইকেট নিয়েছিলেন।
সাকিববরাবরেরমতোব্যাটিংয়ে বেশ ব্যস্ত ছিলেন। ঠিক টেস্ট মেজাজেশুরুকরতেপারেননি। এর আগেমাত্রএকটি টেস্ট খেলামূলতব্যাটারহিসেবেপরিচিতসাইমআইয়ুব সেইসুযোগটিনিয়েছেন।
সাকিবকেএকটু খেলারজায়গাকরে দিয়েছেনপার্টটাইমার এই অফস্পিনার। তারইপাতাফাঁদে পা দিয়েকভারেশানমাসুদেরহাতেক্যাচদিয়েএসেছেনসাকিব, সফটডিসমিসাল। সাইমআইয়ুবের টেস্টে এটিপ্রথম উইকেট।
বিনা উইকেটে ২৭ রাননিয়েআজশুক্রবারতৃতীয়দিনের খেলাশুরুকরেছিলবাংলাদেশ। দিনেরশুরুতেই উইকেট হারায়টাইগাররা। নাসিমশাহরকরা ১৭তম ওভারেরপঞ্চমবলে খোঁচাদিয়েউইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ানেরহাতেক্যাচহনওপেনারজাকিরহাসান (৫৮ বলে ১২)।
পিচে সেটহয়েছিলেনবাংলাদেশ অধিনায়কনাজমুল হোসেনশান্তও। ৪২টি বল খেলে ফেলেছিলেনতিনি। কিন্তু নিজের ধৈর্যকে দীর্ঘতরকরতেপারলেননাটাইগারঅধিনায়ক। ১৬ রানকরেখুররম শেহজাদেরবলে বোল্ডহনতিনি। ২৭তম ওভারের শেষ বলে দলীয় ৫৩ রানেরমাথায়দ্বিতীয় উইকেট হারায়বাংলাদেশ।
এরপরতৃতীয় উইকেটে প্রতিরোধগড়ে তোলেনমুমিমুলহকআরসাদমানইসলাম। ৯৪ রানেরজুটিগড়েনতারা। দুজনইপানহাফসেঞ্চুরি। মুমিনুলঅবশ্য টেস্ট ক্যারিয়ারের ১৯তম ফিফটিহাঁকানোরপরইসাজঘরে ফেরতযান। পাকিস্তানি পেসার খুররম শেহজাদেরবলে বোল্ডহনমুমিনুল, ৭৬ বলে ৫ বাউন্ডারিতেতিনিকরেন ৫০ রান।
এর আগে গত বৃহস্পতিবারদ্বিতীয়দিনে ৬ উইকেটে ৪৪৮ রানকরেইনিংস ঘোষণাকরেপাকিস্তান। ১৭১ রানেঅপরাজিতছিলেনরিজওয়ান। তার সঙ্গে ২৪০ রানেরজু্টকিরা সৌদ শাকিলকরেন ১৪১ রান।
বাংলাদেশেরহয়ে দুটিকরে উইকেট নেন হাসানমাহমুদ আরশরিফুলইসলাম। সাকিবআলহাসানএবং মেহেদীহাসানমিরাজেরশিকারএকটিকরে উইকেট।