গতকাল
শুক্রবার কুমিল্লায় বন্যার্ত দুস্থ ও দুর্গত মানুষের মাঝে জাতীয় পার্টি
কুমিল্লা (দঃ) জেলা ও মহানগর জাতীয় পাটির উদ্যেগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সংরাইশ প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্র থেকে শুরু করে টাউন হলসহ শহরের আরো
বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং গোমতী বেড়ি বাঁধের উপরে আশ্রয় নেওয়া বানভাসি
মানুষের মাঝে ও বুড়িচং ভরাসার ও ইসাপুরা মানুষের মাঝে ও বুড়িচং সোনার বাংলা
ডিগ্রী কলেজ আশ্রয় কেন্দ্রে দুর্গত মানুষের মাঝে বিপুল পরিমাণ এান বিতরণ
করা হয়। এউক্ত সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কুমিল্লা (দঃ) জেলার
সভাপতি এয়ার আহমেদ সেলিম, সাধারণ সম্পাদকওবায়দুল কবির মোহন, কুমিল্লা
মহানগর জাতীয় পাটির সিনিয়র সহ সভাপতি মাহবুবুল আলম সেলিম, সাধারণ সম্পাদক
কাজী মোঃ নজমুল, জেলার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, জাতীয় শ্রমিক পাটির
সভাপতি হোসেন গাজী, মহানগরের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম,মহানগর যুব
সংহতি সভাপতি রাশেদুল হাসেম ভুইয়া,সাঃ সম্পাদক শাহীন খন্দকার, তুহিন বকশি,
পি এস সেলিম সহ আরো অনেকে।