চৌদ্দগ্রাম
প্রতিনিধি: ফেনীর বন্যার পানি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে ¯্রােত
বয়ে যাওয়ার কারণে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এ যানজটের কারণে মহাসড়কের ৪২
কিলোমিটার এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। যানজটে আটকা পড়েছে দেশের
বিভিন্ন স্থান থেকে এগিয়ে আসা স্বেচ্ছাসেবী এবং ত্রাণবাহিত বিভিন্ন গাড়ি।
স্থানীয়
সূত্রে জানা গেছে, মহাসড়কের ফেনীর লালপুল এলাকা দিয়ে ভারতের উজানের পানির
¯্রােত বয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে করে ঢাকা ও
চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা গাড়িগুলো আটকা পড়ে। ফেনীর
যানজটের কারণে চৌদ্দগ্রামের বাবুচি এলাকা পর্যন্ত এ যানজট দেখা গেছে।
কথা
হয় কাভার্ডভ্যান চালক এয়াছিন আরাফাতের সাথে। তিনি বলেন, ভোর ৫টায় গাজীপুর
থেকে চট্টগ্রাম বন্দরে গার্মেন্টস্ পণ্য নিয়ে রওয়ানা করি। বিকেল সাড়ে ৫টা
হয়ে গেল এখনো চৌদ্দগ্রামে এসে পৌছেছি। মহাসড়কে যদি যানজট না থাকতো তাহলে
বেলা ২টার মধ্যে আমি চট্টগ্রাম পৌছে যেতে পারতাম।
আরেক কাভার্ডভ্যান
চালক খোরশেদ আলম বলেন, সকাল ৮টা নারায়নগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে
পণ্য নিয়ে রওয়ানা করি। এখনো চৌদ্দগ্রাম পার হতে পারিনি।
যানজটে আটকা
পড়া স্পীডবোট বাহিত ট্রাক চালক আবুল কাশেম বলেন, ‘বন্যা দুর্গতদের জন্য এ
স্পীডবোটটি নিয়ে ফেনীর উদ্দেশ্যে রওয়ানা হয়েছি সকাল ৮টায়। যানজট না থাকলে
দুপুরের আগেই ফেনী পৌছে যেতাম। কিন্তুসন্ধ্যা ৬টা বেজে যাচ্ছে এখনো
চৌদ্দগ্রাম পার হতে পারিনি। কখন পৌছাতে পারবো তাও জানি না।
হাইওয়ে
পুলিশের কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত ডিআইজি খায়রুল আলম বলেন, ‘ফেনীর লালপুল
এলাকায় মহাসড়কের উপর দিয়ে পানির ¯্রােত বয়ে যাওয়ার কারণে যান চলাচল বন্ধ
রয়েছে। সে কারণে এ যানজট সৃষ্টি হয়েছে। পানির ¯্রােত কমে গেলে যান চলাচল
স্বাভাবিক হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন’।