২০১৯ সালের
কোপাআমেরিকাতারঅধীনেজয়করেছিলব্রাজিল, যদিও সেলেসাওদের ২০২২
বিশ্বকাপটাএনেদিতেপারেননি সেইসময়ের কোচতিতে। কোয়ার্টারফাইনালে
ক্রোয়েশিয়ারবিপক্ষে হেরে স্বপ্নভঙ্গ হয় ব্রাজিলের। এরপরইব্রাজিলেরফুটবল
দলকেবিদায়বলেন এই কোচ।
তিতেডাগআউটেফিরেছেননিজ দেশেরঐতিহ্যবাহীক্লাব
ফ্ল্যামেঙ্গোর হয়ে। ডাগআউটে দাঁড়িয়েক্লাবকেব্রাজিলিয়ানলিগে
রেখেছেনশিরোপারকক্ষপথে। তবেএরইমাঝেবাধলবিপত্তি। হৃদরোগেআক্রান্তহয়েছেনতিনি।
ভর্তি হতেহয়েছেহাসপাতালেও। খবর রয়টার্স।
জানাযায়, অভিজ্ঞ এই
কোচেরহৃদস্পন্দনেসমস্যা দেখাযাওয়ার পর তাকে দ্রুততমসময়েহাসপাতালেনিয়েযাওয়া
হয়। সেখানেপ্রাথমিকচিকিৎসা শেষে স্বাভাবিক অবস্থায়ফিরতেশুরুকরেনতিনি। খুব
জটিলসমস্যানাহলেওবয়সবিবেচনায় রেখেতিতেকেনিয়েসতর্কইছিল ফ্ল্যামেঙ্গো।
শেষ
পর্যন্তঅবশ্য ক্লাবের পক্ষ থেকে জানানোহয়েছে সুস্থ আছেনতিতে।
অফিসিয়ালবার্তায়বলা হয়, ‘চিকিৎসার পর তিতেরশরীরউন্নতির পথে রয়েছে।
অ্যারিথমিয়াসঠিকভাবেইফিরেগিয়েছে। আরহৃদস্পন্দন স্বাভাবিক অবস্থায়ফিরেছে।’
আপাতততিতেকেব্রাজিলের
স্থানীয়সময়শনিবারহাসপাতাল থেকে ছেড়ে দেয়ারকথারয়েছে। যদিওদিনদুয়েকেরজন্য
বিশ্রামে থাকবেনতিনি। রোববারেরব্রাগান্তিনোরবিপক্ষে ম্যাচে
থাকাহচ্ছেনাতিতের। সেইম্যাচে ফ্ল্যামেঙ্গোর কোচ থাকবেনতিতের ছেলে ও সহকারী
কোচম্যাথিয়াসবাচি।
৪১ পয়েন্টনিয়েব্রাজিলিয়ানসিরিআলিগেচতুর্থ স্থানেআছে ফ্ল্যামেঙ্গো। শীর্ষে থাকা বোটাফোগোরঝুলিতেতাদের চেয়ে ৫ পয়েন্ট বেশি।