কুমিল্লার আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে কুমিল্লা ইপিজেড-এর স্বনামধন্য ও সর্ববৃহৎ প্রতিষ্ঠান কাদেনা স্পোর্টওয়্যার লিমিটেড। গতকাল শনিবার কুমিল্লার বুড়িচং উপজেলার বুড়বুড়িয়া ও আশপাশের বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় শুকনো এবং রান্না করা খাবার বিতরণ করা হয়। কাদেনা স্পোর্টওয়্যার লিমিটেডের সিনিয়র ম্যানেজমেন্টের সার্বিক তত্ত্বাবধানেখাবার বিতরণ কর্মসূচি পরিচালিত হয়। কুমিল্লা ইপিজেডের সর্ববৃহৎ প্রতিষ্ঠান কাদেনা স্পোর্টওয়্যার লিমিটেড সবসময় যেকোন সামাজিক এবং পরিবেশ উন্নয়ন কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ করে। ভবিষ্যতে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে কাদেনা স্পোর্টওয়্যার লিমিটেডের সিনিয়র ম্যানেজমেন্ট দৃঢ়ভাবে বিশ^াস করে।