কুমিল্লার
বুড়িচংয়েরবুড়বুড়িয়া গ্রাম সংলগ্ন এলাকায় গোমতীর বাঁধ ভেঙ্গে যাওয়ার তৃতীয়
দিনেও চরম দুর্ভোগে রয়েছে হাজার হাজার মানুষ। নৌযান সঙ্কটের কারণে তাদের এ
দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বুড়বুড়িয়া
এলাকায় ভেঙ্গে যায় গোমতী নদীর বেড়িবাঁধ।
সরেজমিন নদীর বাঁধ ভাঙ্গায়
সৃষ্ট বন্যা কবলিত ষোলনল এলাকার গ্রামের আশ্রয় কেন্দ্র ঘুরেও কথা হয়
ভূক্তভোগী নারী-পুরুষের সাথে। তারা জানান,সামান্য খাবার খেয়ে আজ দু’দিন
অতিবাহিত করছি। অনেক কেন্দ্রে ক্ষতিগ্রস্থ মানুষ তাদেও গবাদি পশু হাস,মুরগী
ইত্যাদি নিয়ে আসলেও সেগুলোও অনেকটা অভূক্ত রয়েছে খাবারের অভাবে। বাঁধ
ভাঙ্গার স্থান থেকে মুল সড়কটির অবস্থান কিছুটা দুওে হওয়ায় সরকারী ত্রাণের
পাশাপাশি বেসরকারী উদ্যোগে আসা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলোঅধিকতর
ক্ষতিগ্রস্থ এলাকাগুলোতে যেতে পারছে না। আর এজন্য স্থানীয় দুর্গতরা দায়ী
করছেন নৌযান সংকটকে।