প্রেস
বিজ্ঞপ্তি। কুমিল্লা জিলা পরিবহন শ্রমিক ইউনিয়ন-৯৩৮ এর নতুন কমিটি গঠন করা
হয়েছে। গতকাল ২৫ আগস্ট কান্দিরপাড়স্থ নিউ মার্কেটের কার্যালয়ে দায়িত্ব
গ্রহণ করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ।
এর আগে ছাত্র-জনতার গণআন্দোলনে
আওয়ামী সরকারের পতনের পর দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন দখলকারীদের হাত থেকে
মুক্ত হয়েছে। সেই সাথে কুমিল্লা জিলা পরিবহন শ্রমিক ইউনিয়ন-৯৩৮ এর দীর্ঘ ১৪
বছরের দখল দারিত্বের অবসান হয়। প্রধান কার্যালয় সহ সকল শাখা অফিসের আওয়ামী
নামধারী শ্রমিক নেতৃবৃন্দ নেতৃত্ব ছেড়ে পালিয়ে যায়। এমতাবস্থায় সংগঠনের
প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিছ মিয়ার নেতৃত্বে সাবেক নেতৃবৃন্দের
সমন্বয়ে নতুন করে একটি সংগঠন পরিচালনা কমিটি গঠন করা হয়। গতকাল ২৫ আগস্ট
কান্দিরপাড়স্থ নিউ মার্কেটের অফিসটির দায়িত্ব গ্রহণ করেন।
নতুন
পরিচালনা কমিটির সাধারণ শ্রমিকদের সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করে
আগামী দিনে সংগঠনে গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠার অঙ্গীকার করেন।