ব্রাহ্মণবাড়িয়া
প্রতিনিধি: গতকাল সোমবার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০তম শুভ জন্মাষ্টমী উপলক্ষে
ব্রাহ্মণবাড়িয়ায় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের কেন্দ্রীয় মন্দির
শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ী থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়ীতে এসে
শেষ হয়। র্যালিতে জেলা প্রশাসনের আরডিসি ইকবাল হোসেন, জেলা বিএনপির সাবেক
সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা বিএনপির সদস্য
সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়,
সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন, পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ
সম্পাদক প্রনব কুমার দাস উত্তম, এডভোকেট পরিমল রায়সহ সনাতন ধর্মালম্বী
কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।
শোভাযাত্রা শুরুর প্রাক্কালে শুভেচ্ছা
বক্তব্য রাখেন জেলা প্রশাসনের আরডিসি ইকবাল হোসেন, জেলা বিএনপির সদস্য
সচিব সিরাজুল ইসলাম সিরাজ, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ রায়,
সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন বক্তব্য রাখেন।
শোভা যাত্রা শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতা ও বন্যার দূর্যোগে নিহতদের স্মরণে প্রার্থনা করা হয়।