কেন্দ্রীয়
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ড.রফিকুল ইসলাম বলেছেন, এখন যে দূর্যোগে
সৃষ্টি হয়েছে এতে সকলে ক্ষতি গ্রস্থ হচ্ছে। এ দূর্যোগের মোকাবেলা আমরা
সকলে মিলে সাহসের সঙ্গে করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি বানভাসী
মানুষের পাশে আছে। যতোদিন বন্যাসহ যতো রকমের দুর্যোগ থাকবে ততোদিন বিএনপি
মানুষের পাশে থাকবে। সকলের সার্বিক সহযোগিতায় এ দুর্যোগ কেটে যাবে।
গতকাল
সোমবার কুমিল্লার বুড়িচং উপজেলার বুরবুড়িয়া গোমতী নদীর বাঁধ ভেঙ্গে ভয়াবহ
বন্যায় ক্ষতি গ্রস্থ বন্যাদের সোনার বাংলা কলেজে ও ভরাসার বহু মুখী উচ্চ
বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে দেড় হাজার লোকের মাঝে প্রধান অতিথি হিসেবে ত্রাণ
সামগ্রী বিতরণ কালে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য
রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ জসিম উদ্দিন জসিম।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমাদের এ কার্যক্রম
অব্যাহত থাকবে।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক
হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ কামাল হোসেন, উপজেলা
বিএনপির উপদেশ মোঃ জাহাঙ্গীর আলম ১, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আবু
ইউসুফ তুহিন, উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম ২, ইউপি বিএনপির সভাপতি
সালেহ আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম প্রমুখ।