তারেক
রহমানের নির্দেশনা অনুযায়ী বন্যাদুর্গত মানুষের পাশে বিএনপি, যুবদল ও
ছাত্রদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দিন-রাত কাজ করে যাচ্ছেন। যতদিন এ
দুর্যোগ থাকবে, ততদিন বিএনপির সকল স্তরের নেতাকর্মীরা পানিবন্দি মানুষের
পাশে থেকে সহযোগিতা করবে। শুধু বানবাসি নয় দেশের সব ধরনের দুর্যোগে
ক্ষতিগ্রস্থ সাধারণ মানুষের পাশে থাকার কথা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয়
কার্যনির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক
আকরামুল হাসান মিন্টু।
আকস্মিক বন্যায় পানিবন্দি হয়ে পড়া দুর্গত মানুষের
খোঁজখবর নিতে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন গ্রাম সফর করেন এ নেতা।
মানবিক সেবার এ সফরে বৃহস্পতিবার (২৯ আগস্ট) বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে
খাদ্য ও ত্রান সামগ্রী বিতরন শেষে উপজেলার হেসাখাল বাজারে স্থানীয় ইউনিয়ন
বিএনপির উদ্যোগে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য
রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি শোয়েব খন্দকার। ওই সভায়
নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি ও বিএনপি নেতা আবু সায়েম আজাদের
সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঢাকা মহানগর দক্ষিনের যুবদল নেতা তোফায়েল
আহাম্মদ বিপ্লব, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক মাছুম
বিল্লাহ, উপজেলা যুবদল নেতা এ.এস.এম নাছির উদ্দিন, ছালেহ আহাম্মদ ও আলা
উদ্দিন মেম্বার প্রমুখ।