কুমিল্লার
মেয়ে সোনিয়া সাহা শান্তা ছোটবেলা থেকেই বিভিন্ন সংগঠন এর সাথে জড়িত। তার
মা রত্না সাহার কাছেই তার হাতে খড়ি। বেশ কয়েকবছর ধরে রত্না সাহা গানের
শিক্ষকতা করছেন কুমিল্লায়। নিজের জীবন কাটিয়ে দিয়েছেন গানের সাথেই। তবে গান
নিয়ে অনেক স্বপ্ন থাকলেও তা পূরণ করতে পারেনি। সেই স্বপ্ন টাই তিনি তার
ছোট কন্যা শান্তাকে দিয়ে পূরণ করতে চান। দীর্ঘসময় উদীচী শিল্পীগোষ্ঠির
সাংস্কৃতিক সম্পাদিকা হিসেবে ছিলেন। তাছাড়া শিল্পকলা একাডেমি, চারন,
সাংস্কৃতিক জোট সহ নানান সংগঠনের সাথে জড়িত আছেন। শারীরিক অসুস্থতার জন্য
আগের মত গান গাওয়ার শক্তি পায়না তাও এইবার মেয়ের বায়না একসাথে একটা গান
করার। তাই ওপার বাংলার "তুমি আমার মা আমি তোমার মেয়ে" এই গানটি বাছাই
করেছেন। গানটি লিখেছেন পুলক ব্যানার্জী ও
সঙ্গীত পরিচালনা করেছেন পরিমল দাশগুপ্ত।
বিশিষ্ট
সংগীত শিল্পী সন্ধ্যা মুখার্জী ও শ্রাবন্তী মজুমদার এর গাওয়া এই গানটিতে
সোনিয়া সাহা ও রত্মা সাহা কন্ঠ দিয়েছেন এবং নতুন করে সংগীত আয়োজন করেছেন
তুহিন আহমেদ। ইতিমধ্যে গানটির কাজ সম্পূর্ণ শেষ করেছেন কিছুদিনের মধ্যেই
সোনিয়া সাহার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশিত হবে। দর্শকদের
কাছে শুভকামনা ও আশির্বাদ কামনা করছেন।