কুমিল্লার
ব্রাহ্মণপাড়া উপজেলা চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের মিজান নামে এক
জেলে মাছ শিকার করতে গিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে বলে জানান পরিবারের লোকজন।
পারিবারিক
সূত্রে জানা যায়, উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের মৃত্যু আলী
হোসেনের ছেলে মিজানুর রহমান (৫০) গত বৃহস্পতিবার রাতে বড়ধুশিয়া এলাকায়
ময়নালের বাড়ির পাশে খালের উপর প্রতিদিনের ন্যায় মাছ শিকার করতে যায়।
সকালবেলা মাছ শিকার করে বাড়িতে না এলে পরিবারের লোকজনের সন্দেহ হলে এলাকায়
মিজানকে খোঁজাখুঁজি করে। এ ব্যাপারে নিহতের চাচাতো ভাই আনোয়ার হোসেন টেইলার
জানান,সকাল বেলা মিজান ভাই মাছ শিকার করে বাড়িতে না এলে আমাদের সন্দেহ হয়।
পরে অনেক খোঁজাখুঁজি করে খালের পাশে বেলজালের বাঁশ ভেঙ্গে পানির নিচে পড়ি
মরে থাকতে দেখা যায়। আমরা তাকে মৃত্যু অবস্থায় পানির নিচ থেকে উদ্ধার করে
বাড়িতে নিয়ে আসি,তার মৃত্যুর বিষয়টি সন্দেহজনক বলে আমরা মনে করি। আজ
শুক্রবার বাদ জুম্মা নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মিজানের লাশ
দাফন করা হয়। নিহত মিজান একজন কৃষক ছিলেন বর্ষাকালে তিনি বেল জাল দিয়ে মার
শিকার করতেন।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানা অফিসার ইনচার্জ এস এম আতিক
উল্লাহ বলেন, আমি এলাকাবাসী মাধ্যমে শুনেছি জেলে মিজান মাছ শিকার করতে গিয়ে
বজ্রপাতে মারা যায়।