আজ কুমিল্লায়
আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বন্যার্তদের মাঝে ত্রান
বিতরণ কর্মসূচিতে অংশ নিবেন তিনি। জেলা বিএনপি সূত্রে জানা গেছে, বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার সকাল সাড়ে ৮ টায় ঢাকা থেকে রওনা
হবেন। বেলা ১১টায় লালমাই উপজেলার ছোট শরিফপুর উচ্চ বিদ্যালয় মাঠে
কর্মসূচিতে অংশ নেবেন। বেলা দুইটার জুহুরের নামাজ আদায়ের পর বিকাল তিনটায়
নাঙ্গলকোট উপজেলার এ আর উচ্চ বিদ্যালয় এবং বিকাল ৫টায় সদর দক্ষিণ উপজেলার
সুয়াগঞ্জ বাজার এলাকায় কর্মসূচিতে অংশ নিবেন তিনি। এসময় তার সাথে বিএনপির
কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।