স্বনামধন্য
কুমিল্লা মর্ডাণ হসপিটালের উদ্যোগে দেশের বিভিন্ন এলাকার বন্যায়
ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হয়েছে। কুমিল্লা ছাড়াও বন্যায়
ক্ষতিগ্রস্ত নোয়াখালীর মানুষের পাশে দাঁড়িয়েছে হাসপাতালটির পরিচালনা পর্ষদ ও
চিকিৎসকবৃন্দ। ধারাবাহিক কর্মসূচীর মধ্যদিয়ে ত্রাণ বিতরণ, রান্নাকরা খাবার
বিতরণ, ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়।
গত ২৫ আগষ্ট কুমিল্লা
চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী গ্রামের মানুষের মাঝে ত্রাণ,
ফ্রী চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। উপস্থিত ছিলেন হসপিটালের এমডি মজিবুর
রহমান, ডা. সাজেদুর রহমান, আব্দুল ওয়াদুদসহ অন্যান্যরা।
২৬ আগস্ট
কুমিল্লা বুড়িচং উপজেলার বাকশীমুল ইউনিয়নের মাধবপুর গ্রামে ত্রাণ বিতরণ
কার্যক্রম পরিচালনা করেন বিশিষ্ট ইন্টারভেশনাল কার্ডিওলজিস্ট ডা. এন
চক্রবর্ত্তী। এসময় হাসপাতালের নির্বাহী সদস্য আব্দুল ওয়াদুদসহ কর্মকর্তারা
উপস্থিত ছিলেন।
২৮ আগষ্ট নোয়াখালী সেনবাগে ৭৫০ জন বন্যার্তদের জন্য
দুপুরের খাবার ও সেনবাগ সরকারি কলেজে ফ্রী মেডিকেল ক্যাম্প পরিচালনা করা
হয়। চিকিৎসা প্রদান করেন ডা. সাজেদুর রহমান ও ডা. মোকলেছ মাওলা। পরে
প্রেসক্রিপশন অনুযায়ী বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়।
৩০ আগস্ট কুমিল্লা বুড়িচং উপজেলার বন্যার্তদের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্প ও ঔষধ প্রদান করা হয়।
৩১
আগস্ট চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের ৩০০ জনকে বিনামূল্যে সেবা ও
ঔষধ প্রদান করা হয়। সেবা প্রদান করেন ডা. আবুল হাসনাত ভূইয়া ও ডা. আশিকুর
রহমান।
হাসপাতালের এমডি মজিবুর রহমান জানান, দেশে সৃষ্ট দুর্যোগে
মানুষের পাশে দাঁড়ানোর লক্ষে এসকল কর্মসূচী হাতে নেয়া হয়েছে এবং চলমান
থাকবে ইনশাল্লাহ।