নাঙ্গলকোট
প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোটে বিএনপির দু'পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা
ঘটেছে। শনিবার বিকেলে উপজেলার এ আর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির মহা সমাবেশ
শেষ এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
দলীয়
সুত্রে জানা যায়, উপজেলা বিএনপির আয়োজনে শনিবার বিকেলে মহা সমাবেশ
অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান অতিথির বক্তব্য শেষে সভাপতির বক্তব্য
দিতে নাঙ্গলকোট উপজেলা বিএনপির আহবায়ক নজির আহমেদ ভূইয়া মঞ্চে উঠলে সাবেক
সংসদ সদস্য আব্দুল গফুর ভূঁইয়ার কর্মী সমর্থকরা ভূয়া ভূয়া স্লোগান দিতে
থাকে।
এই সময় নজির আহমেদ ভূইয়ার কর্মী সমর্থকরা ক্ষিপ্ত হয়ে গফুর
ভূঁইয়ার কর্মী সমর্থকদের ধাওয়া দেয়। এতে দু'পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা
ধাওয়ার ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় ১০ জনকে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিকভাবে আহতদের নাম ও পদবি জানা যায়নি।
উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক বলেন, আহত অবস্থায় ৯ জনকে
হাসপাতালে আনা হয়েছে, তাদের মধ্যে ৭ জন প্রাথমিক চিকিৎসার পর চলে যায়। বাকি
২ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়। এছাড়াও আরটিভির ক্যামরাপার্সনও আহত
হয়েছে।