বুধবার ১৫ জানুয়ারি ২০২৫
২ মাঘ ১৪৩১
কুমিল্লায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে মির্জা ফখরুল
কেউ চাঁদাবাজি দখলদারি করলে পুলিশে দিতে হবে
জহির শান্ত:
প্রকাশ: রোববার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৮ এএম |


 কেউ চাঁদাবাজি দখলদারি করলে পুলিশে দিতে হবে



বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ চাঁদাবাজি/ দখলদারি করলে সাথে সাথে তাকে পুলিশে সোপর্দ করার নির্দেশ দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ লড়াই-সংগ্রামের পর ছাত্র-জনতার গণআন্দোলনের ফলে যে বিজয় এসেছে, একটি মহল সেই বিজয় নস্যাতের চেষ্টা চালাচ্ছে। সবাই মিলে এর প্রতিরোধ করতে হবে। দ্রুত নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।
শনিবার (৩১ আগস্ট) কুমিল্লার লালমাইয়ে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আমরা দীর্ঘ ১৫/১৬ বছর লড়াই করেছি। আমাদের অনেকে প্রাণ হারিয়েছে। অনেককে দিনের পর দিন কোর্টে যেতে হয়েছে। এখন আমরা একটা অবস্থানে এসে পৌঁছেছি, সেই সময়টাকে ধরে রাখতে হবে। যদি আমরা একটা ভালো নির্বাচন করতে পারি, সেই নির্বাচনে যদি জনগণের প্রতিনিধি নিয়ে আসতে পারি তাহলে আমােেদর সমস্যার সমাধান হবে।
তিনি বলেন, আজকে ছাত্র-জনতার যে বিজয় হয়েছে, সেই বিজয়কে নস্যাৎ করার জন্য একটি মহল কাজ করছে। আমাদের মধ্যে আবার বিবেধ সৃষ্টি করার চেষ্টা চলছে। আমাদের কিছু লোকের দ্বারাই বিভিন্ন রকমের কথা বলে পত্রপত্রিকতায় বিএনপির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। এইখান থেকে সবাইকে বিরত থাকতে হবে। যদি কাউকে দেখেন চাঁদাবাজি করছে বা দখলদারী করছে, তাকে ধরে সাথে সাথে পুলিশে দিবেন। এ ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো সুপারিশ থাকবে না। বিএনপির কোনো লোক এরকম করতে পারে না। আপনাদেরকে এটা প্রতিরোধ করতে হবে। আমাদের এই কথাটা, ম্যাসেজটুকু ক্লিয়ার। 
তিনি বলেন, দেশে এখন নতুন সরকার। ২০/২২দিন মাত্র বয়স হয়েছে। তাদেরকে আমাদের সময় দিতে হবে। তারা যেনো একটু সুষ্ঠু নির্বাচন করার মতো পরিবেশ সৃষ্টি করতে পারে। আগেভাগে কোনো কথা বলা ঠিক হবে না। সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা সেখানে গিয়েছি। আমরা বলেছি, মানুষ যেরকম চায়, সেরকম একটা নির্বাচন দিতে হবে। দ্রুততার সাথে জনগণের যে দাবি, জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা তুলে দিতে হবে। জনগণের সরকারের হাতে ক্ষমতা তুলে দিতে হবে। 
বিএনপির কেন্দ্রীয় সহ সভাপতি ও সাবেক এমপি মনিরুল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক এবং দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া, লাকসাম উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, বিএনপি নেতা ড. শাহ মোহাম্মদ সেলিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। 
পথসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সদস্য খন্দকার মারুফ হোসেন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, কুমিল্লা মহানগর বিএনপির আহবায়ক উদবাতুল বারী আবু, সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু, সাবেক আহবায়ক আমিরুজ্জামান আমির, সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক শওকত আলী বকুল, বিএনপি নেতা নিজাম উদ্দিন কায়সার, মোঃ মোজাহিদ চৌধুরী, জেলা যুবদলের সভাপতি আনোয়ারুল হক, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ওয়াসিম, লালমাই উপজেলা বিএনপির আহবায়ক মাসুদ করিম, সদস্য সচিব ইউসুফ আলী মীর পিন্টু,যুবদল নেতা মাহফুজ, ফিরোজ মিয়া, মহানগর ছাত্রদলের সভাপতি ফখরুল ইসলাম মিঠুসহ কুমিল্লা দক্ষিণ জেলা, মহানগর, লালমাই উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পথসভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বন্যার্তদের মাঝে দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।














সর্বশেষ সংবাদ
পদত্যাগ করলেন টিউলিপ
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
দুটি পিস্তল ও ধারালো অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক
কুমিল্লায় দুই নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
কুমিল্লা মেডিকেল ছেড়ে কোথায় গেলো শিশুটি?
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লায় তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রারকে পুলিশে সোপর্দ
প্লাস্টিক জমা দিন গাছের চারা নিন
কুমিল্লায় ‘প্রেমিকের’ সাথে দেখা করতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার দুই নারী
কুমিল্লার দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপের’অন্যতম সদস্য মাইনুদ্দিন আটক
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২