গোমতী
নদীর উজানে পানি নামতে শুরু করলেও নতুন বিপাকে পড়েনছ বাসিন্দারা। ঘরের
ভেতর পলি জমে মেঝে আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। বানভাসি মানুষের এখন মরার
উপর খাঁড়ার ঘা।
সর্বশেষ তথ্য অনুযায়ী কুমিল্লাতে বন্যা কবলিত হয়েছে
সাড়ে ১২ লাখ মানুষ। কেন্দ্রে আছে প্রায় এক লক্ষ মানুষ। লোকালয় থেকে পানি
ধীরে ধীরে নামতে শুরু করলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আরো বাড়ছে। ধীরে পানি নামতে
থাকায় মৎস্য ও কৃষি খাতে ক্ষতির পরিমাণ বাড়ছে। সরকারি তথ্য অনুযায়ী,
কৃষিখাতে ক্ষতি হয়েছে সাড়ে আটশ কোটি টাকা। মৎস্য ও প্রাণিসম্পদ খাতে মোট
ক্ষতির পরিমাণও প্রায় এক হাজার কোটি টাকা।
গোমতির প্লাবনে বন্যা কবলিত
বুড়িচং ব্রাহ্মণপাড়া দেবীদ্বার উপজেলার বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতির
দিকে আসলেও ভোগান্তি কমেনি সাধারণ মানুষের৷ বাড়ি ঘরে পানি এখনো কোমর সমান।
এদিকে
চৌদ্দগ্রাম নাঙ্গলকোট লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতি
অপরিবর্তিত। দীর্ঘদিন পানিবন্দী থাকায় সেখানে দেখা দিয়েছে নানান রোগের
প্রাদুর্ভাব।