মঙ্গলবার
দুপুরে সমাজ সেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে বুড়িচং উপজেলা সমাজ সেবা
কার্যালয়ের উদ্যোগে দুরারোগ্যব্যাধিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত উপজেলার
বিভিন্ন এলাকার ৬৫ জন রোগীকে চেক বিতরণ করেন। ৬৫ জন রোগীর জন প্রতিকে ৫০
হাজার টাকা করে মোট ৩২ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন। এ সমস্ত চেক হল
২০২৩-২০২৪ অর্থ বছরের তৃতীয় ও চতুর্থ কিস্তির।
রোগ সমূহ হল ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড,জন্মগত হৃদয় রোগ এবং থ্যালাসেমিয়া।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার।
অনুষ্ঠানে
সার্বিক তত্ত্বাবধান ছিলেন বুড়িচং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির
আহামেদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা আহাম্মদ
উল্লাহ, অফিস সহকারী ফয়সাল আহাম্মাদ মুন্সী, আবুল কাসেম, শাহাদাত হোসেন।
এসময় উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ কবির আহামেদ রোগীদের মাঝে চেক সমূহ বিতরণ করেন।