কুমিল্লা
সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডে বন্যা কবলিত এলাকার বানভাসিদের জন্য
খাদ্য সামগ্রী উপহার নিয়ে গেলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র
মনিরুল হক সাক্কু।সোমবার দুপুর তিনটায় সিটি কর্পোরেশনের ২১ নং ওয়ার্ডের
সাততলা উত্তর ও দক্ষিণ পাড়ার পানিবন্দি ৭০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী
উপহার বিতরণ করা হয়।
এসময় সাবেক মেয়র মনিরুল হক সাক্কু বলেন- বিগত দিনে
যারা জোর করে ভোট কেন্দ্র দখল করে আমাদের বিজয় ছিনিয়ে নিয়েছে আজ তারাই দেশ
থেকে পালিয়ে গেছে। আল্লাহ একজন আছেন যিনি সব জানেন দেখেন; এটা আল্লাহরই
বিচার।
আগামী দিনে সকল ভেদাভেদ ভুলে সকলে মিলে মিশে তিনবারের সফল
প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করব এবং বিএনপির
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিটি নির্দেশ আমরা পালন করব।
এ
সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী নেতা আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব
রফিকুল ইসলাম খান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম, বিএনপি নেতা মোঃ
আনোয়ার হোসেন, আবুল হোসেন, জেলা যুবদল নেতা মুমিন আহমেদ রনি, জেলা যুবদলের
সাবেক সাধারণ সম্পাদক ফরিদ মিয়া, বিএনপি নেতা আবাদ, মহানগর যুবদলের সাবেক
যুগ্ম সাধারণ সম্পাদক ইকরাম হোসেন ইকু সহ বিএনপি বিভিন্ন অংক সংগঠনের
নেতৃবৃন্দ।