পদত্যাগের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
বুধবার (০৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
শেখ হাসিনা সরকার পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে নির্বাচন কমিশনার পদত্যাগ করবেন কি না; করলেও কবে করবেন এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
পদত্যাগ কবে করবেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এবিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে সংবাদ সম্মেলনে সবকিছু বিস্তারিত জানানো হবে।
রাষ্ট্রপতির সঙ্গে কবে দেখা করবেন- এমন প্রশ্নে তিনি বলেন, কাল (বৃহস্পতিবার) রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাব।